পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মশারি টাঙানোর সময় কেউটের ছোবল, সাপকে নিয়ে হাসপাতালে যুবক - SNAKE BITE

রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে কেউটের কামড়, সাপকে নিয়ে হাসপাতালে ছুটলেন যুবক ৷

snake bite
মশারি টাঙানোর সময় কেউটে সাপের ছোবল যুবককে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2025, 1:32 PM IST

ক্যানিং, 13 ফেব্রুয়ারি:মশারি টাঙানোর সময় অজান্তেই পায়ে কেউটের ছোবল ৷ সাপটিকে নিয়ে হাসপাতালে এলেন জখম যুবক ৷ যদিও সাপটিকে পিটিয়ে ততক্ষণে মেরে ফেলেছে যুবকের পরিবার ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের কুমড়োখালি গ্রামে । অসুস্থ ওই যুবকের নাম পালান সর্দার (29)। তিনি এখন ক্যানিং মহাকুমার হাসপাতালে ভর্তি ৷

জানা গিয়েছে, প্রতিদিনের মতই রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমোনোর জন্য মশারি টাঙাচ্ছিলেন পালান ৷ সেই সময় অসতর্কভাবে কেউটে সাপ ছোবল মারে তাঁর পায়ে । সাপের ছোবলে চিৎকার করে ওঠায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি এসে সাপটিকে মেরে ফেলেন ৷

সাপটিকে নিয়ে হাসপাতালে জখম যুবক (ইটিভি ভারত)

মৃত ওই সাপটিকে সঙ্গে নিয়ে পালান পরিবারের সঙ্গে আসেন ক্যানিং মহাকুমা হাসপাতালে। বিষাক্ত সাপটিকে দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য রোগীরা চমকে ওঠেন । এরপর সাপটিকে দেখে সনাক্ত শুরু করেন চিকিৎসাকরা । জানা যায়, ওটি কেউটে সাপ ৷ তারপরেই চিকিৎসা শুরু হয় যুবকের ৷ প্রাথমিকভাবে ওই যুবককে 10টি এভিএস দেওয়া হয়। বর্তমানে ওই যুবক বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পালান সর্দার বলেন, "গতকাল প্রতিদিনের মতনই খাওয়াদাওয়া করে শুতে যাচ্ছিলাম ৷ মশারি টাঙানোর সময় অসাবধানতাবশত একটি বিষাক্ত সাপ আমার পায়ে ছোবল মারে । এরপর আমি আতঙ্কে চিৎকার করলে পরিবারের লোকজনেরা ছুটে এসে দেখে, একটি কেউটে সাপ আমার পায়ে ছোবল মেরেছে । তারপর পরিবারের লোকজনেরা তড়িঘড়ি ওই সাপটিকে মেরে চিকিৎসা করানোর জন্য আমাকে ক্যানিং মহকুমার হাসপাতালে নিয়ে আসে । ক্যানিং মহকুমার হাসপাতালে সাপটি দেখানোর পর চিকিৎসা শুরু করে চিকিৎসকরা । আমি এখন সুস্থ রয়েছি।"

কেউটে সাপটি (নিজস্ব ছবি)

ক্যানিং মহাকুমার হাসপাতালে চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, "কেউটে সাপ ছোবল মেরেছে যুবককে ৷ এখন ওই যুবক সুস্থ রয়েছে। বিপদমুক্ত রয়েছে । তবে বাচ্চা কেউটে সাপ ছোবল মেরেছে বলে ভয়ের কোন কারণ নেই, এমনটা ভাবা ভুল ৷ কারণ ছোট সাপেরও বিষ থাকে ৷ 15 মিলিগ্রাম বিষ একটি মানুষকে মারার জন্য যথেষ্ট ৷ একটি পূর্ণ কেউটে সাপের বিষ থলিতে আড়াইশো থেকে চারশো মিলিগ্রাম বিষ থাকতে পারে। একটি বাচ্চা কেউটে সাপ পূর্ণ বয়স্ক মানুষকে মারার জন্য যথেষ্ট বিষ ঢালতে পারে।"

ABOUT THE AUTHOR

...view details