পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় ফের চোর সন্দেহে যুবককে মারধর, কর্তব্যরত ট্রাফিক গার্ডের তৎপরতায় উদ্ধার - Youth Beaten on Theft Suspect - YOUTH BEATEN ON THEFT SUSPECT

Youth Beaten on Theft Suspect: এনআরএস হাসপাতালের সামনে চোর সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ ৷ এক ব্যক্তির মানি ব্যাগ চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ৷ তবে, হাসপাতালের সামনে কর্তব্যরত ট্রাফিক গার্ডের তৎপরতায় ওই যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে ৷

ETV BHARAT
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত গ্রাফিক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 1:13 PM IST

কলকাতা, 3 জুলাই: বউবাজারের উদয়ন হস্টেলে মোবাইল চোর সন্দেহে যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে গত সপ্তাহে ৷ সেই ঘটনার রেষ এখনও কাটেনি ৷ এবার শিয়ালদা স্টেশনের কাছে এনআরএল হাসপাতালের সামনে এক যুবককে পকেটমার সন্দেহে মারধরের অভিযোগ উঠল ৷ যদিও, ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত ট্রাফিক গার্ডের তৎপরতায় মুচিপাড়া থানার পুলিশ আহত যুবককে উদ্ধার করেছে ৷

ঘটনার সূত্রপাত, এক ব্যক্তির মানিব্যাগ চুরি হওয়াকে কেন্দ্র করে ৷ মঙ্গলবার সন্ধেয় এনআরএস হাসপাতালের সামনে ভিড়ের মধ্যে থেকে ওই ব্যক্তির পকেট থেকে মানিব্যাগ তুলে নেয় পকেটমার ৷ বিষয়টি বুঝতে পেরে তিনি চেঁচামেচি শুরু করে দেন ৷ সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা বিষয়টি জানার জন্য এগিয়ে আসেন ৷ সেই সময় ব্যক্তির সামনে এক যুবক দাঁড়িয়ে ছিল ৷ হঠাৎই ভিড়ের মধ্যে থেকে কয়েকজন সেই যুবককে মারতে শুরু করে ৷ একসময় তাঁকে রাস্তায় ফেলে কিল, ঘুষি, লাথি চলতে থাকে ৷ অভিযোগ এক ব্যক্তি কোমরের বেল্ট খুলে যুবককে মারতে থাকেন ৷

শুধু গণপিটুনি নয়, মারধরে ভিডিয়ো করে ধৃত পড়ুয়ারা; ইরশাদ কাণ্ডে দাবি পুলিশের

হাসপাতালের সামনে হট্টগোল ও ভিড় দেখে, কর্তব্যরত ট্রাফিক গার্ড স্বপন মজুমদার ঘটনাস্থলে যান ৷ তিনিই ভিড়কে নিরস্ত্র করেন এবং ওই যুবককে মারধরের হাত থেকে বাঁচান ৷ তবে, ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ওই ট্রাফিক গার্ডের দিকেও তেড়ে যায় ৷ তবে, তিনি কোনওভাবে উত্তেজিত ভিড়কে আটকান ৷ ততক্ষণে, মুচিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর যুবককে আটকে করেছে পুলিশ ৷ তবে, তিনি সত্যিই পকেটমার ছিলেন, নাকি কেবল সন্দেহের বসে যুবক গণপিটুনির শিকার হলেন, তা পুলিশের তরফে জানানো হয়নি ৷

এই ঘটনায়, নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এনআরএসের সামনে কর্তব্যরত ট্রাফিক গার্ড তৎপর না হলে, তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হত না ৷ তবে, আহত যুবকের পরিচয় জানা যায়নি ৷ উল্লেখ্য, গত শুক্রবার বউবাজার এলাকার উদয়ন হস্টেলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারা হয় ৷ পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করতে এলে একদল পড়ুয়া হস্টেলে ঢুকতে বাধা দেয় ৷ পড়ে পুলিশ ইরশাদ আলম নামে ওই যুবককে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেল, চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details