মালদা, 27 ডিসেম্বর: সবই হয়েছিল সরকারি নিয়ম মেনে ৷ বিয়ের 19 দিন আগে রূপশ্রী প্রকল্পের 25 হাজার টাকার জন্য ব্লক অফিসে আবেদন করেছিলেন কনে ৷ আবেদনের সমর্থনে জমা দিয়েছিলেন প্রশাসনের দাবি করা সমস্ত নথি ৷ নিয়ম মেনে বিয়ের সাতদিন আগে বাড়িতে এসেছিল সমীক্ষক দলও ৷ কিন্তু এতকিছুর পরও সরকারি প্রকল্পের টাকা মিলল না।
কনের মায়ের দাবি, তিনি সমীক্ষক দলের কথামতো তাঁদের 5 হাজার টাকা ঘুষ দেননি ৷ তাই মেয়ের বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পের সহায়তাও মেলেনি ৷ পুরো ঘটনা জানিয়ে মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে, ঘটনার তদন্তে নেমেছে মহকুমা প্রশাসন ৷
রূপশ্রী আবেদনকারী শাহনাজ
চাঁচল 1 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের বাসিন্দা শেখ হাবিলুদ্দিন ৷ পেশায় শ্রমিক হাবিলুদ্দিন ভিনরাজ্যেই মূলত কাজ করেন ৷ স্ত্রী সালেমা বিবি ঘরের কাজ সামলান ৷ তাঁদের দুই ছেলে, এক মেয়ে ৷ সন্তানদের প্রত্যেককেই শিক্ষিত করার চেষ্টা করে গিয়েছেন তাঁরা ৷ তবে অভাবের সংসারে মেয়েকে উচ্চশিক্ষিত করতে পারেননি ৷ তাই 18 বছর বয়স পেরতেই মেয়ে শাহনাজ খাতুনের বিয়ে দেওয়ার তোরজোর শুরু করেন ৷ পাত্রও মেলে ৷
স্থানীয় ধঞ্জনা গ্রামের নাসিমুল হকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন গত 10 নভেম্বর ৷ শুধু সামাজিক মতে নয়, সেদিন দু'জনের আইনি বিয়েও হয় ৷ নির্দিষ্ট দিনে মেয়ের বিয়ে দিয়ে ফের ভিনরাজ্যে কাজে চলে গিয়েছেন হাবিলুদ্দিন ৷ বিয়েতে সরকারি আর্থিক সহায়তা পেতে 1 নভেম্বর চাঁচল 1 নম্বর ব্লক অফিসে রূপশ্রী প্রকল্পে লিখিত আবেদন জানান শাহনাজ ৷ আবেদনপত্রে সমস্ত নথির সঙ্গে বিয়ের কার্ডও জমা দিয়েছিলেন তিনি ৷ এরপর শুরু হয় প্রশাসনিক কাজ ৷