রায়গঞ্জ, 31 মার্চ: বৃদ্ধ বাবার গায়ে থুতু ছেটানোর অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করায় ভাইয়ের হাতে খুন হতে হল দাদা-বৌদি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদীঘির ক্ষেত্রাবাড়ী অঞ্চলের বালিয়াদিঘি গ্ৰামে।
মৃতদের নাম দীনবন্ধু পোদ্দার ও তাঁর স্ত্রী কাজল পোদ্দার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত ভাই জগবন্ধু পোদ্দারকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগবন্ধু পোদ্দারের স্ত্রী বছরদু'য়েক আগে মারা গিয়েছেন। তারপর থেকেই পরিবারের মধ্যে বচসা লেগেই থাকত। শনিবার রাতে ভাই জগবন্ধু তাঁর বাবার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁর গায়ে থুতু ছেটান বলে অভিযোগ। দাদা দীনবন্ধু এই ঘটনার প্রতিবাদ জানালে তাঁকে লোহার শাবল দিয়ে আঘাত করে ভাই জগবন্ধু।
স্থানীয় বাসিন্দা সুমঙ্গল বিশ্বাস বলেন, "আমরা সকালে জানতে পেরেছি, রাতে ছোট ভাই জগবন্ধু তাঁর বাবার গায়ে থুতু ছেটায়। ঘটনার প্রতিবাদ করে বড় ভাই দীনবন্ধু। এরপর জগবন্ধুর দাদা দীনবন্ধুর মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করে। তাঁকে বাঁচাতে আসলে দীনবন্ধুর স্ত্রী কাজলকেও একইভাবে আঘাত করে জগবন্ধু। ঘটনায় দু'জনেরই মৃত্যু হয়েছে।"
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজ দাস বলেন, "একটি জমি নিয়ে এই গণ্ডগোলের সূত্রপাত। দীর্ঘদিন ধরেই ছোটখাটো ঝামেলা লেগেই থাকত। তবে শনিবার রাতে লোহার শাবল দিয়ে দাদা ও বৌদি দু'জনকেই আঘাত করে ভাই জগবন্ধু। ঘটনাস্থলেই দীনবন্ধুর মৃত্যু হয়। তাঁর স্ত্রী কাজল পোদ্দারকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।" এই ঘটনার পর অভিযুক্ত জগবন্ধু পোদ্দার করণদিঘী থানায় আত্মসমর্পণ করে বলে জানা গিয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ।