পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ, হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের - HEATWAVE IN SOUTH BENGAL - HEATWAVE IN SOUTH BENGAL

HEATWAVE IN SOUTH BENGAL: বৈশাখের প্রখর রোদের দাপট আসতে এখন দেরি আছে ৷ তবে চৈত্রের মাঝামাঝি থেকেই চড়ছে রোদের তেজ ৷ দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি আবহাওয়া অফিসের ৷

Etv Bharat
দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের হলুদ সতর্কতা

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 5:32 PM IST

Updated : Apr 1, 2024, 7:03 PM IST

কলকাতা, 1 এপ্রিল: পারদের ঊর্ধ্বগমনের জের ৷ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। 1 এপ্রিল থেকে শুষ্ক গরম হাওয়া বইতে শুরু করে দেওয়ায় দক্ষিণবঙ্গের সব জেলায় অস্বস্তিসূচক বাড়বে বলেই হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস ৷

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা সূচক চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়াবিদের ৷ বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে বলে জানানো হয়েছে। কলকাতাতে চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি ছুঁয়ে ফেলবে। আলিপুর আবহাওয়া দফতর বিশেষ আবহবার্তায় জানিয়েছে 2 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার অস্বস্তিকর গরম থাকবে ৷ বলা ভাল, চৈত্রর মাঝামাঝি সময় থেকেই সর্বোচ্চ তাপমাত্রার ক্রমাগত উর্ধ্বগতিতে দক্ষিণবঙ্গের মানুষের অবস্থা কাহিল হতে চলেছে ৷

বৃষ্টি নিয়েও স্বস্তির আশ্বাস দিতে পারেনি হাওয়া অফিস ৷ এই মুহূর্তে নেই বৃষ্টির সম্ভাবনা ৷ ফলে থাকছে শুষ্ক আবহাওয়া ৷ 3 থেকে 5 এপ্রিল অর্থাৎ বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আর্দ্রতাযুক্ত প্রচণ্ড গরম পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে এখন থেকেই বিশেষ দরকার না থাকলে বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আবহবার্তায় ৷ লু লেগে প্রবল জ্বর হওয়ার শঙ্কাও রয়েছে এই সময়। যদি নিতান্তই বাইরে বেরোতে হয়, ছাতা- রোদ চশমা ব্যবহারের কথা বলা হচ্ছে। প্রচুর পরিমানে জল খাওয়ারও কথা বলা হচ্ছে।

শরীরে অস্বস্তি লাগলেই ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার কথা বলা হচ্ছে। তবে হলুদ সতর্কতা জারি হলেও তাপপ্রবাহের পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86 শতাংশ ৷

Last Updated : Apr 1, 2024, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details