পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়া স্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার গয়না, ধৃত এক - সোনার গয়না

Gold Jewellery Recovered: হাওড়া স্টেশনে ব্যক্তির ব্যাগ থেকে কোটি টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার করলেন আরপিএফ ও জিআরপি আধিকারিকরা ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷ তাঁর বাড়ি হাওড়াতেই বলে জানা গিয়েছে ৷

Gold Jewellery Recovered
সোনার গয়না

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 2:16 PM IST

হাওড়া, 22 ফেব্রুয়ারি:আরপিএফ ও জিআরপি আধিকারিকদের যৌথ অভিযানে পাকড়াও সোনা পাচারকারী ৷ বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাওড়া স্টেশন থেকে কোটি টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার হয়েছে । ঘটনার গ্রেফতার এক ব্যক্তি ৷ ধৃত ওই ব্যক্তির নাম বিভাস আদক (42) ৷ তিনি হাওড়ার দক্ষিণ খালনার জয়পুর এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে আরপিএফ সূত্রে । ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে ।

জানা গিয়েছে, প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় রেল আধিকারিকদের । এরপর ওই ব্যক্তির হাতে একটি কালো ব্যাগ দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ওই ব্যক্তির ব্যাগ খুলে দেখাতে বলা হয় ৷ যদিও প্রথমে তিনি সেই ব্যাগ খুলে দেখাতে চাননি ৷ পরে কর্তব্যরত আধিকারিকরা জোর করায় তিনি ব্যাগ খুলে দেখান ৷ এরপরেই তল্লাশিতে বেরিয়ে আসে আসল সত্য ৷ তাঁর ব্যাগ থেকেই বিপুল পরিমাণে সোনার গয়না উদ্ধার হয় । উদ্ধার হওয়া সোনার গয়নার বৈধ কাগজপত্র ওই ব্যক্তিকে দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি । তাঁর কাছ থেকে হাওড়া থেকে দিদাঙ্গনা লাক্সমি বাই ট্রেনের একটা রিজার্ভেশন টিকিট পাওয়া গিয়েছে ।

ওই ব্যক্তিকে আটক করে রেলের অফিসে নিয়ে আসা হয় ৷ এরপর তাঁর কাছে থাকা সোনার গয়না ওজন করা হয় ৷ তাতে দেখা যায় 2 কেজি 680 গ্রামের গয়না রয়েছে ৷ যার বাজার মূল্য 1 কোটি 37 লক্ষ টাকা । জিজ্ঞাসাবাদের সময় সোনার গয়নার বিষয়ে কোনো সদুত্তর না মেলায় ও বৈধ কাগজ না থাকায় ওই ধৃত ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয় । তাঁর বিরুদ্ধে আইনত মামলা করা হয়েছে বলেই সূত্রের খবর ।

আরও পড়ুন:

  1. সীমান্তে প্রায় 7 কোটির সোনা-সহ বিএসএফের জালে 1, পলাতক অপরজন
  2. বাংলাদেশি মহিলার গোপনাঙ্গ থেকে 500 গ্রাম সোনা উদ্ধার বিএসএফের
  3. সীমান্ত থেকে দেড় কোটির 22টি সোনার বিস্কুট-সহ ধৃত মহিলা পাচারকারী

ABOUT THE AUTHOR

...view details