বাঁকুড়া, 17 নভেম্বর: রেলপথে বাঁকুড়া থেকে কলকাতা বা কলকাতা থেকে বাঁকুড়া আসতে সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷ সেই সমস্যার সমাধান হতে চলেছে খুব দ্রুত ৷ বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানালেন, বাঁকুড়া-মশাগ্রাম রেললাইন ও পূর্ব রেলের বর্ধমান কর্ড লাইনের সংযুক্তির কাজ প্রায় শেষ পর্যায়ে ৷ শীঘ্রই এর উদ্বোধন হবে বলেও আশ্বাস দিয়েছেন ৷
উল্লেখ্য, বর্তমানে বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে হাওড়া যেতে প্রায় 6 ঘণ্টা সময় লাগে ৷ সিগন্যালের সমস্যা হলে, অপেক্ষাটা আরেকটু বেশি হয়ে যায় ৷ এবার এই সমস্যা থেকে রেহাই পেতে চলেছেন যাত্রীরা ৷ বাঁকুড়া-মশাগ্রাম লাইনের সঙ্গে বর্ধমান কর্ড লাইন সংযুক্তির কাজ শেষ পর্যায়ে ৷ এত দিন বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে হাওড়া যেতে ট্রেনে 231 কিলোমিটার পাড়ি দিতে হত ৷ এবার বাঁকুড়া-মশাগ্রাম হয়ে হাওড়ার দূরত্ব কমে আসবে 185 কিলোমিটারে ৷ অন্যদিকে, আদ্রা থেকে হাওড়ার দূরত্বও 285 কিলোমিটার থেকে কমে দাঁড়াবে 239 কিলোমিটার ৷