পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দূরত্ব কমছে বাঁকুড়া-কলকাতার, দ্রুত নয়া রেলপথের উদ্বোধন; জানালেন সাংসদ - HOWRAH BANKURA RAIL SERVICE

এখন থেকে আর খড়গপুর হয়ে হাওড়া যেতে হবে না বাঁকুড়ার বাসিন্দাদের ৷ কলকাতা থেকেও বাঁকুড়ায় ব্রেক জার্নিও করতে হবে না ৷ মিলল এমনই সুখবর ৷

HOWRAH BANKURA RAIL SERVICE
রেলপথে দূরত্ব কমছে বাঁকুড়া ও কলকাতার ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 9:37 PM IST

বাঁকুড়া, 17 নভেম্বর: রেলপথে বাঁকুড়া থেকে কলকাতা বা কলকাতা থেকে বাঁকুড়া আসতে সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷ সেই সমস্যার সমাধান হতে চলেছে খুব দ্রুত ৷ বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানালেন, বাঁকুড়া-মশাগ্রাম রেললাইন ও পূর্ব রেলের বর্ধমান কর্ড লাইনের সংযুক্তির কাজ প্রায় শেষ পর্যায়ে ৷ শীঘ্রই এর উদ্বোধন হবে বলেও আশ্বাস দিয়েছেন ৷

উল্লেখ্য, বর্তমানে বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে হাওড়া যেতে প্রায় 6 ঘণ্টা সময় লাগে ৷ সিগন্যালের সমস্যা হলে, অপেক্ষাটা আরেকটু বেশি হয়ে যায় ৷ এবার এই সমস্যা থেকে রেহাই পেতে চলেছেন যাত্রীরা ৷ বাঁকুড়া-মশাগ্রাম লাইনের সঙ্গে বর্ধমান কর্ড লাইন সংযুক্তির কাজ শেষ পর্যায়ে ৷ এত দিন বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে হাওড়া যেতে ট্রেনে 231 কিলোমিটার পাড়ি দিতে হত ৷ এবার বাঁকুড়া-মশাগ্রাম হয়ে হাওড়ার দূরত্ব কমে আসবে 185 কিলোমিটারে ৷ অন্যদিকে, আদ্রা থেকে হাওড়ার দূরত্বও 285 কিলোমিটার থেকে কমে দাঁড়াবে 239 কিলোমিটার ৷

রেলপথে দূরত্ব কমছে বাঁকুড়া ও কলকাতার ৷ (ইটিভি ভারত)

এ বিষয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "ন'বছর ধরে লড়াই করছিলাম, অবশেষে জয় পেয়েছি ৷ এই রেলপথ সংযুক্তির বিষয়ে বারবার রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম ৷ কাজ হয়েছে, এবার জেলার অন্য অংশের সঙ্গে সঙ্গে সোনামুখী, ইন্দাস, পাত্রসায়র ব্লক এলাকার মানুষও ভীষণভাবে উপকৃত হবেন ৷" জেলার একাধিক রেলপথের সংযুক্তি ও বাড়ানোর বিষয়েও তিনি কাজ করবেন বলে জানান ৷

সাধারণ যাত্রীরাও ভারতীয় রেলের এই উদ্যোগে বেজায় খুশি ৷ তাঁরা জানাচ্ছেন, এবার সকালে গিয়ে সন্ধেয় কলকাতা থেকে আরমে ফিরে আসা যাবে ৷ যাত্রীরা এ-ও জানাচ্ছেন, এই রেলপথ সংযুক্তিকরণ হয়ে গেলে প্রায় দু’ঘণ্টার দূরত্ব কমে যাবে বাঁকুড়া থেকে কলকাতার মধ্যে ৷

ABOUT THE AUTHOR

...view details