পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে মধ্যরাতে গানে গানে প্রতিবাদ কবিগুরুর শান্তিনিকেতন - RG Kar doctor Rape and murder case

RG Kar Rape And Murder Case: আরজি কর-কাণ্ডে কলকাতার পাশাপাশি প্রতিবাদের ঝড় ওঠল শান্তিনিকেতনেও ৷ রবীন্দ্রসংগীতের গেয়ে প্রতিবাদে সরব হন তাঁরা ৷ 'সঙ্কচেরর বিহ্বলতা'-র মতো প্রতিবাদী গান গেয়ে বিচার চান শান্তিনিকেতনের রতনপল্লীতে পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনী, স্থানীয় বাসিন্দারা ৷

RG Kar Rape And Murder Case
মধ্যরাতে গানে গানে উত্তাল কবিগুরুর শান্তিনিকেতন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 8:49 AM IST

বোলপুর, 15 অগস্ট:আরজি কর-কাণ্ডে রাজ্যের পাশাপাশি উত্তাল কবিগুরুর শান্তিনিকেতন ৷ হাজারও মানুষ রবীন্দ্রসঙ্গীত গেয়ে পথে নামেন মধ্য রাতে ৷ শান্তিনিকেতনের রতনপল্লীতে পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনী ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হন ৷ গান, কবিতা ও স্লোগানে ধর্ষকদের শাস্তির দাবি তোলেন।

গানে গানে প্রতিবাদ কবিগুরুর শান্তিনিকেতন (নিজস্ব চিত্র)

আরজি করের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও অভিযুক্তদের শাস্তি চেয়ে বুধবার মধ্যরাতে শান্তিনিকেতনের রতনপল্লি মাঠে একত্রিত হন হাজারও মানুষ ৷ 'বাঁধ ভেঙে দাও...', 'সঙ্কচেরর বিহ্বলতা...' মতো রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে উত্তাল হয়ে ওঠে রাতের শান্তিনিকেতন ৷ বিশ্বভারতীর পড়ুয়ারা-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনী, স্থানীয় বাসিন্দা, সাংস্কৃতিক জগতের শিল্পী, কবি, সাহিত্যিক, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষিকারা অংশ নেন প্রতিবাদে ৷ গানে-কবিতায় প্রতিবাদ চলতে থাকে রাতভর ৷ অবিলম্বে ধর্ষকদের শাস্তির দাবি ওঠে ৷

প্রতিবাদকারীদের মধ্যে ঋতায়ন্তি চৌধুরী, মৌসুমী চট্টোপাধ্যায়, জলি ভট্টাচার্য বলেন, "রাজ্যে নারী সুরক্ষা নেই ৷ আমরা কেউ সুরক্ষিত নেই ৷ আমরা সকল নারীর সুরক্ষা চাই ৷ ধর্ষকদের শান্তি চাই ৷ কঠোর সাজা হোক ৷" সুরক্ষার দাবিতে কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলার শহর-মফস্বলে 'রাত দখলে নামেন নারীরা' আন্দোলনের ডাক দেওয়া হয় ৷ স্বাধীনতা দিবসের ঠিক আগে মধ্যরাতে উত্তাল হয় সারা রাজ্য ৷ গর্জে ওঠে নারীরা ৷ প্রসঙ্গত, শান্তিনিকেতন ছাড়াও, বীরভূম জেলার লাভপুর, সিউড়ি, রামপুরহাট প্রভৃতি জায়গায় একই ভাবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাত দখল নিতে প্রতিবাদের পথে নামেন নারী-পুরুষ নির্বিশেষে।

উল্লেখ্য, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চারতলার একটি সেমিনার হল থেকে এক চিকিৎসক পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ ওই পড়ুয়াকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনা নিয়ে উত্তাল সারা রাজ্য ৷ একাধিক জায়গায় কর্মবিরতি চলছে চিকিৎসকদের বড় অংশ ৷ হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে ৷ আগেই পুলিশ ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল ৷ তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details