মালদা, 6মে: মালদা জেলাজুড়ে 60টি পিংক বুথ করা হয়েছে জেলা প্রশাসনের তরফে । এই বুথগুলির পরিচালনার দায়িত্বে থাকছেন মহিলা ভোটকর্মীরা । পুলিশকর্মীও থাকছেন মহিলা । নতুন মহিলা ভোটকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ । তৃতীয় দফার ভোটগ্রহণের আগে সবাই রওনা দিলেন ভোটকেন্দ্রের দিকে ৷ এছাড়াও মালদায় পাঁচটি মডেল বুথে থিম জেলার আম ও রেশম শিল্প ৷
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রে মোট পাঁচটি মডেল বুথ করা হয়েছে । এই বুথগুলিতে মালদার আম ও রেশম শিল্পকে তুলে ধরা হচ্ছে । উত্তর মালদা লোকসভা কেন্দ্রে 33টি মহিলা পরিচালিত বুথ থাকছে । দক্ষিণ মালদায় 27টি বুথ মহিলাদের দ্বারা পরিচালিত হবে ।
আজ পুরুষ ভোটকর্মীদের ভোটগ্রহণের সামগ্রী বিলি করার পর মহিলা ভোটকর্মীদের ভোটগ্রহণের সামগ্রী বিলি করা হয় । দুপুর তিনটের সময় মহিলা ভোটকর্মীদের ডিসিআরসিতে আসতে বলা হলেও প্রায় বেশিরভাগ মহিলা দুপুরের আগেই ডিসিআরসিতে পৌঁছে যান । গাড়ি খুঁজে পাওয়ার সমস্যা ভুলে প্রথম ভোট নিতে যাওয়ার আনন্দ নিয়েই ভোটকেন্দ্রের দিকে রওনা দিয়েছেন মহিলা ভোটকর্মীরা ।