মালদা, 18 সেপ্টেম্বর: নারীদের নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে চলছে আন্দোলন ৷ আরজি করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বর্তমান সময়ে নারীরা কতটা অরক্ষিত ৷ রাজনৈতিক ঝান্ডাহীন মানুষের আন্দোলন কতটা শক্তি ধরতে পারে, হাড়েহাড়ে টের পাচ্ছে প্রশাসন ৷ এমনকি সরকারও ৷ ঠিক সেই সময় প্রকাশ্যে নিগৃহীতা হলেন এক মহিলা ৷
মালদার মোথাবাড়ি থানা এলকায় কালিয়াচক 2 নম্বর ব্লকের একটি গ্রামে এক মহিলাকে রাস্তায় ফেলে পেটাল ‘বীরপুরুষের’ দল ৷ গ্রামের মানুষ দাঁড়িয়ে দেখল ওই ঘটনা ৷ ওই মহিলাকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ ৷ মা’কে বাঁচাতে গেলে মার খেতে হয় নাবালিকা মেয়েকেও ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে নিগৃহীতা মহিলার পরিবারের সঙ্গে পাশের বাড়ির পড়শিদের জমি সংক্রান্ত বিবাদ চলছে ৷ সেই পড়শিরা আবার শাসকদলের মদতপুষ্ট ৷
এই ঘটনায় গতকাল মোথাবাড়ি থানায় ছ’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ থানায় ওসি কুণালকান্তি দাস বলেন, “এই ঘটনায় দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ৷ অভিযোগের ভিত্তিতে দু'টি মামলা রুজু করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷”
ঝামেলা মেটাতে নিগৃহীতারা গ্রামে সালিশি সভা বসাতে চেয়েছিলেন ৷ কিন্তু পারেননি ৷ এ নিয়ে প্রায়শই ঝামেলা চলছিল ৷ অবশেষে ওই মহিলার স্বামী সোমবার গোটা ঘটনা জানিয়ে স্থানীয় মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ মঙ্গলবার সেকথা জানতে পারে প্রতিবেশীরা ৷ কেন তাঁরা পুলিশকে খবর দিয়েছেন, সেই প্রশ্ন তুলে বিকেলে পড়শিরা ওই মহিলার স্বামীকে বেধড়ক মারধর করে ৷ তা দেখে স্বামীকে বাঁচাতে এগিয়ে যান তিনি ৷ সেই সময় স্বামীকে ছেড়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে 5-6 জন ৷ তাঁকে রাস্তায় ফেলে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় ৷ পোশাকও ছিঁড়ে ফেলা হয় ৷ সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে সবাই ৷ মা’কে বাঁচাতে 16 বছরের মেয়ে ছুটে এলে 'বীরপুরুষের দল' তাকেও ছাড়েনি ৷ মারধর করা হয় মেয়েকেও ৷ শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে কোনোরকমে নিজের সম্ভ্রম বাঁচান ওই মহিলা ৷
নির্যাতিতার বক্তব্য, “ওরা আমাদের বাড়ির বেশ কিছুটা অংশ গায়ের জোরে দখল করে নিয়েছে ৷ এ নিয়ে মামলাও চলছে ৷ কিন্তু সেই বিবাদের জেরে ওরা মাঝেমধ্যেই আমাদের উত্যক্ত করে ৷ অশ্লীল ভাষায় গালিগালাজ করে ৷ তাই সোমবার আমার স্বামী থানায় অভিযোগ জানিয়েছিল ৷ সেকথা জানতে পেরে ওরা আমার স্বামীকে খুব মারছিল ৷ আমি ওকে বাঁচাতে গেলে আমাকে রাস্তায় ফেলে লাঠি আর বাঁশ দিয়ে পেটায় ৷ শাড়ি-ব্লাউজ ছিঁড়ে দেয় ৷ আমার মেয়েকেও মারধর করেছে ৷ আমি ওদের কঠোর শাস্তি দাবি করছি ৷”
এই নিয়ে পরে সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি ঘটনার ভিডিয়ো পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে এক মহিলাকে মারধরের বিষয়টি দেখা যাচ্ছে ৷ ওই পোস্টে শুভেন্দু লিখেছেন, ‘‘না না ভাববেন না যে এই দৃশ্য আফগানিস্তান, পাকিস্তান অথবা বাংলাদেশের । এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের, গতকাল মালদা জেলার মোথাবাড়িতে এই ঘৃণ্য দৃশ্য ঘটতে দেখা যায় ।’’
মোথাবাড়ির ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ (এক্স হ্যান্ডেলের স্ক্রিনশট) তিনি আরও লেখেন, ‘‘পারিবারিক গন্ডগোল, জমি নিয়ে বিবাদ, পাড়ার অশান্তি, সূত্রপাত যাই হোক না কেন, আমাদের রাজ্যে একজন মহিলাকে প্রকাশ্য দিনের আলোয় রাস্তার ওপর কয়েকজন পুরুষ মানুষ বাঁশ পেটা করার সাহস পেল কী করে ? কোথায় নারী নিরাপত্তা ? সুপ্রিম কোর্টের শুনানির সময় রাজ্যের আইনজীবীর বক্তব্য শুনে তো মনে হয় যে রাজ্য সরকার নারী সুরক্ষার জন্য প্রাণপাত করে দিচ্ছে একেবারে ! এই তার নমুনা ?’’