কলকাতা, 12 ফেব্রুয়ারি: অনুব্রত মণ্ডলের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল বিভাস অধিকারীর। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এবং একাধিক নথিপত্র ঘেঁটে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে, উত্তরবঙ্গ-সহ একাধিক জেলায় অর্থের বিনিময়ে নিয়োগে বিভাসের হাত ছিল। সেই বিষয় জানার জন্যই নিজাম প্যালেস বিভাস অধিকারীকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানা গিয়েছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠতার প্রমাণ পেয়েছে তদন্তকারীরা বলেও জানা গিয়েছে ৷ পাশাপাশি কেন অনুব্রত মণ্ডলের সঙ্গে বিভাস অধিকারীর ঘনিষ্ঠতা বাড়ল, তা জানার চেষ্টাও করা হচ্ছ বলে খবর। পাশাপাশি তার বয়ানও রেকর্ড করছেন তদন্তকারীরা।
এর আগেও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিভাস। বারংবার জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে তিনি কোনওভাবেই যুক্ত নন। এর আগে বিভাসের বীরভূমের নলহাটির বাড়ি-সহ কলকাতার ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেখান থেকে সেবার একাধিক নথিপত্র উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। পাশাপাশি কলকাতার ফ্ল্যাট সিলও করা হয়েছিল। বিভাস নিজে একাধিক বিএড কলেজের মালিক বলে দাবি করেছিলেন। আর সেখানেই চলেছিল ব্যাপক দুর্নীতি। সিবিআই সূত্রের খবর, একাধিক অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তাদেরকে সার্টিফিকেট হাতে তুলে দিয়েছিলেন তিনি। যেহেতু, বীরভূমের নলহাটিতে তার বাড়ি এবং বীরভূমের এককালে বেতাজ বাদশা ছিলেন অনুব্রত মণ্ডল ফলে অনুব্রত মণ্ডলের একাধিক অনুষ্ঠান এবং তার সঙ্গে একাধিক জায়গায় দেখা গিয়েছিল বিভাস অধিকারীকে।