কলকাতা, 24 নভেম্বর: উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে ঠান্ডা কমলে উত্তুরে হাওয়া পূর্ব ভারতে নিয়ে আসে। আগামী কয়েক দিনে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে পারদ পতনের সম্ভাবনা নেই। তাই বঙ্গেও ঠান্ডা বেড়ে যাওয়ার আশা নেই। তবে তারই মধ্যে রবিবার 17 ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার তাপমাত্রা ৷ এখনও পর্যন্ত এটাই তিলত্তমার শীতলতম দিন ৷ আবহাওয়াবিদদের পূর্বাভাসে শীত বিলাসীদের এখনই খুশি হওয়ার কথা নয়। আপাতত বড় ধরনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনাও নেই। শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা আর দিনভর পরিষ্কার আকাশ থাকার পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফে।
গত কয়েকদিন ধরে হিমেল ভাবে একটু তফাৎ দেখা যাচ্ছে। হালকা ঠান্ডার ছোঁয়া কম পাওয়া যাচ্ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিকাল, সোমবার নিম্নচাপের শক্তি অনেকটাই বাড়তে পারে এবং সেটি গভীরষনিম্নচাপে পরিনত হবে মনে করা হচ্ছে । তবে এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে । তাই এই ঘনায়মান নিম্নচাপের অবস্থান অনেক দূরে হওয়ায় বাংলায় সরাসরি এর কোনও প্রভাব নেই । নিম্নচাপের প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে হালকা গরম বোধ হতে পারে।