পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলায় জাঁকিয়ে বসছে শীত ! কলকাতায় আরও নামল তাপমাত্রার পারদ - WEST BENGAL WEATHER FORECAST

শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে ৷

West Bengal Winter Update
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2024, 7:11 AM IST

কলকাতা, 24 নভেম্বর: উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে ঠান্ডা কমলে উত্তুরে হাওয়া পূর্ব ভারতে নিয়ে আসে। আগামী কয়েক দিনে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে পারদ পতনের সম্ভাবনা নেই। তাই বঙ্গেও ঠান্ডা বেড়ে যাওয়ার আশা নেই। তবে তারই মধ্যে রবিবার 17 ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার তাপমাত্রা ৷ এখনও পর্যন্ত এটাই তিলত্তমার শীতলতম দিন ৷ আবহাওয়াবিদদের পূর্বাভাসে শীত বিলাসীদের এখনই খুশি হওয়ার কথা নয়। আপাতত বড় ধরনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনাও নেই। শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা আর দিনভর পরিষ্কার আকাশ থাকার পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফে।

গত কয়েকদিন ধরে হিমেল ভাবে একটু তফাৎ দেখা যাচ্ছে। হালকা ঠান্ডার ছোঁয়া কম পাওয়া যাচ্ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিকাল, সোমবার নিম্নচাপের শক্তি অনেকটাই বাড়তে পারে এবং সেটি গভীরষনিম্নচাপে পরিনত হবে মনে করা হচ্ছে । তবে এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে । তাই এই ঘনায়মান নিম্নচাপের অবস্থান অনেক দূরে হওয়ায় বাংলায় সরাসরি এর কোনও প্রভাব নেই । নিম্নচাপের প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে হালকা গরম বোধ হতে পারে।

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। নতুন করে আপাতত তাপমাত্রা নামার সম্ভাবনা কম। আজ, রবিবার সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে।

উত্তরবঙ্গেও ছবিটা প্রায় একই রকম। মূলত, শুষ্ক আবহাওয়া। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকালে কুয়াশা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। এককথায় হেমন্তের হিমেল আবহাওয়ার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

শনিবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি। গত এক সপ্তাহে প্রথমবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য হলেও বেশি ছিল শনিবার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 91 শতাংশ এবং সর্বনিম্ন 44 শতাংশ । আজ, রবিবার দিনের আকাশ পরিস্কার থাকবে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আরও পড়ুন
ফের ট্রেন বাতিলের ঘোষণা, রবিতে যাত্রী হয়রানির আশঙ্কা
উপনির্বাচন গুরুত্বহীন, ছাব্বিশে ক্ষমতায় আসার দাবি সুকান্তর; 3026-এও আসবে না: কুণাল

ABOUT THE AUTHOR

...view details