কলকাতা, 30 ডিসেম্বর: উত্তর-পশ্চিম ভারতে দানা বেধেছে পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তর ভারতের কুয়াশায় উত্তরে হাওয়া গতি পাচ্ছে না । মধ্য ভারতের কিছু রাজ্যে রয়েছে বৃষ্টির দাপট । এই সবকিছুর প্রভাব পড়েছে বঙ্গে শীতের মরশুমে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত থাকবে এই পরিস্থিতি ৷ তবে মঙ্গলবার থেকে আবহাওয়ায় বদল শুরু হবে ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত থাকায় প্রচুর পরিমাণ জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বাতাসে ঢুকে পড়েছে । ফলসরূপ, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে । সোমবার থেকে তাপমাত্রার পারদ ধীরে ধীরে পতন হবে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা 2-4 ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে ৷ তাপমাত্রা স্বাভাবিকের কাছে ঘোরাফেরা করবে ৷ যদিও জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই । তবে বৃহস্পতিবার থেকে শীত ফের ছন্দে ফিরবে বলে পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফে ।