কলকাতা, 17 এপ্রিল:আপাতত বৃষ্টির আশা নেই দক্ষিণবঙ্গে ৷তার উপর তাপমাত্রা 3-4 ডিগ্রি বাড়বে ৷ 19 থেকে 21 এপ্রিলের মধ্যে তাপমাত্রা 4 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বাড়বে । তাপপ্রবাহের সম্ভাবনাও আছে ৷ তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত বাংলাদশে দিকে সরে যাওয়ায় বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে ৷ বুধবার এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে ৷
আরও বাড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এই প্রসঙ্গেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, দক্ষিণবঙ্গে কোনও জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই ৷ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সেটি দক্ষিণবঙ্গের উপকূলে ধেয়ে আসার পরিবর্তে সরাসরি বাংলাদেশে চলে যাচ্ছে ৷ ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দহন জ্বালায় জ্বলবে ৷ আর ওপার বাংলাবাসী পাবে বৃষ্টি ভেজা গরমকাল ।
বাড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রা তাঁর কথায়, "আগামী দু’দিনে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। পরবর্তী 3 দিন অর্থাৎ 19 থেকে 21 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা 4 থেকে 7 ডিগ্রি বাড়বে। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি হতে চলেছে। পশ্চিমের জেলাগুলোয় ইতিমধ্যে তাপপ্রবাহ চলছে। তা আরও বাড়বে । আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দুই বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে।" বুধবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে আর্দ্রতা জনিত কারণে গরমের দাপট ছিল চোখে পড়ার মতো। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87 শতাংশ। সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.03 ডিগ্রি সেলসিয়াস। সিউড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামের তপামাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপের তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বসিরহাটের সর্বোচ্চা তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস ৷
আরও পড়ুন:
- এসি-কুলার, পাতে তরমুজ-দই; পশু-পাখিদের জন্য আর কী বন্দোবস্ত আলিপুর চিড়িয়াখানায় ?
- আজও পুড়বে দক্ষিণবঙ্গ, কোথায় কোথায় 40 ডিগ্রির গণ্ডি ছাড়াবে জেনে নিন