কলকাতা, 18 সেপ্টেম্বর: এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে মেডিক্যাল কাউন্সিল। স্বাস্থ্য ভবন সাসপেন্ড করেছে আগেই ৷ এবার বাতিল হতে পারে তাঁর রেজিস্ট্রেশনও। ফলে আর চিকিৎসক থাকবেন না সন্দীপ ঘোষ। বুধবার এই নিয়েই মেডিক্যাল কাউন্সিলে বৈঠক হয়। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। যদিও এই মর্মে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কাউন্সিল, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি আকারে বেরোতে পারে বলে জানা গিয়েছে। ফলে এর পর আর ডাক্তারি করতে পারবেন না আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তারপর একের পর এক দুর্নীতির অভিযোগ আসে তাঁর বিরুদ্ধে । সেই অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার করা হয় তাঁকে। তখনই স্বাস্থ্য ভবন থেকে সাসপেন্ড করা হয় প্রাক্তন আরজি কর অধ্যক্ষকে। পরবর্তী সময়ে ধর্ষণ ও খুনের ঘটনাতেও গ্রেফতার করা হয়েছে তাঁকে।