পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর আগে উদারহস্ত মমতা ! আজ থেকেই পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা - CM Mamata Banerjee

পুজোর আগেই 10 হাজার টাকার উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ ট্যাব কেনার জন্য একাদশ-দ্বাদশের পড়ুয়াদের এই টাকা দেবে রাজ্য সরকার ৷

West Bengal Govt to give 10 Thousand Rs to Students to Buy Tablet
পুজোর আগেই 10 হাজার টাকার উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 7:48 AM IST

কলকাতা, 5 অক্টোবর: পুজো উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য যে 10 হাজার টাকা করে রাজ্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে দিত, তা দুর্গাপুজোর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে । আজ থেকেই ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর প্রক্রিয়া শুরু হয়েছে ।

মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্যের জন্য ট্যাব কিনতে 10 হাজার টাকা দেয় রাজ্য সরকার । গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের 16 লক্ষ ছাত্র-ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল । তবে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করে দেয় শিক্ষা দফতর । বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আপাতত রাজ্যের তরফে টাকা দেওয়া হচ্ছে না ।

পুজোর আগে উদারহস্ত মমতা (ইটিভি ভারত)

এদিন ত্রিধারাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের 16 লক্ষ ছাত্র-ছাত্রী, যারা একাদশ-দ্বাদশে পড়ে, তাদের ট্যাব/স্মার্ট ফোন কেনার জন্য কেনার জন্য 10 হাজার টাকা করে দেওয়া হচ্ছে । এর জন্য রাজ্য সরকারের 1650 কোটি টাকা খরচ হচ্ছে । এই টাকা ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজই ঢুকে যাচ্ছে । এতদিন দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পেতেন । এবারই প্রথম একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও আমরা দিচ্ছি । সব মিলিয়ে এখনও পর্যন্ত 53 লক্ষ পড়ুয়াকে পাঁচ হাজার কোটি টাকার বেশি দেওয়া হল ।’’

ত্রিধারা সম্মেলনের মঞ্চ থেকে কয়েকজন পড়ুয়ার হাতে ট্যাবের জন্য প্রতীকী অর্থও তুলেও দেওয়া হয় । প্রিয়া রায় এবং শ্রেয়সী জানা চেতলা গার্লসের দুই পড়ুয়ার হাতে প্রতীকী হিসাবে এই অর্থ তুলে দিলেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details