কলকাতা, 31 অগস্ট: কেন্দ্রীয় সরকার যদি মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদনে সাড়া না-দেয়, তাহলে শনিবারই হতে চলেছে বর্তমান মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার কর্মজীবনের শেষ দিন ৷ নবান্নের অলিন্দে নতুন মুখ্যসচিবকে নিয়ে আলোচনা হলেও ভগবতী প্রসাদ গোপালিকার থাকছেন, নাকি নতুন কেউ এই দায়িত্ব নেবেন কি না, তা এখনও জানানো হয়নি ৷ কেন্দ্রের অনুমতি না-পেলে নতুন মুখ্যসচিব হতে পারেন বর্তমান ভূমি এবং ভূমি রাজস্ব সচিব বিবেক কুমার ৷ মুখ্যসচিব পদে একাধিক নাম নিয়ে আলোচনার মাঝেই শুক্রবার রাতে প্রশাসনিকস্তরে রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন ৷
রদবদলের তালিকায় এমন ব্যক্তিদের নাম পাওয়া গেল যাদের নাম পরবর্তী মুখ্যসচিবের নামের তালিকায় ছিল। এদিন মুখ্যমন্ত্রী আমলাস্তরে যে রদবদল করেছেন, তাতে রয়েচেন বর্তমান অর্থসচিব মনোজ পন্থ ৷ তাঁকে অর্থ দফতর থেকে সরিয়ে সেচ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ একইভাবে রাজ্যের নতুন অর্থসচিব হলেন সেচ দফতরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্র ৷ প্রভাত কুমার মিশ্রর হাতে এতদিন পর্যন্ত সেচ দফতর ছাড়াও জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বও ছিল ৷ এবার সেই দায়িত্ব দেওয়া হল অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার রোশনি সেনকে। এই মুহূর্তে তিনি মৎস্যসচিব ও শিল্প উন্নয়ন নিগমের ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন ৷ সেই সঙ্গে জলসম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব এবার তাঁকে দেওয়া হল ৷