পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিন জেলায় বিক্ষিপ্ত অশান্তি, ধারা বজায় রেখেই শান্তিপূর্ণ ভোট উত্তরবঙ্গে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Phase I: 19 এপ্রিল গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের ‘উদ্বোধনী’ অনুষ্ঠানে যোগ দিয়েছিল দেশের 102টি লোকসভা কেন্দ্র ৷ তারমধ্যে ছিল এ রাজ্যের তিন কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার ৷ তিন জেলাতেই শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ, জানাল নির্বাচন কমিশন ৷

Lok Sabha Election
তিন জেলায় বিক্ষিপ্ত অশান্তি, ধারা বজায় রেখেই শান্তিপূর্ণ ভোট উত্তরবঙ্গে

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 9:50 PM IST

Updated : Apr 19, 2024, 10:54 PM IST

কলকাতা, 19 এপ্রিল: উত্তরবঙ্গের তিন সংসদীয় কেন্দ্রে শেষ হল লোকসভা নির্বাচন । ভোটগ্রহণ হল কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে । প্রথম দফার আগে এই তিন জেলা থেকে নগদ অর্থ-মদ-মাদক-গয়না সহ অন্য সামগ্রী নিয়ে 241.36 কোটি টাকা উদ্ধার হয়েছিল । যদিও এদিন দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর নির্বাচন ছিল শান্তিপূর্ণ । সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব ।

প্রথম দফায় তিন জেলা ও শিলিগুড়ির পুলিশ কমিশনারেট মিলিয়ে মোট ভোটারদের সংখ্যা 19 লক্ষ 66 হাজার 893 । তারমধ্যে 11 লক্ষ 52 হাজার 88 জন ভোটার আজ ভোট দিয়েছেন । ভোটকর্মী ছিলেন 27 হাজার 907 জন । 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং হয়েছে । যদিও 581 জন মাইক্রো অবজারভার ছিলেন । এর সঙ্গে ছিলেন তিনজন জেনারেল অবজারভার এবং পুলিশ ও আয়-ব্যয় পর্যবেক্ষক । মোট 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল । পাশাপাশি ছিল 10 হাজার 150 জন রাজ্য পুলিশ ।

বিকেল 5টার আপডেট...

  • শতাংশের নিরিখে বিকেল 5টায় ভোটদানে এগিয়ে রয়েছে জলপাইগুড়ি ৷
  • সেখানে ভোট পড়েছে 79.33 শতাংশ ৷
  • কোচবিহারে ভোটদানের হার 77.73 শতাংশ ৷
  • আলিপুরদুয়ার ভোট পড়েছে 75.54 শতাংশ ৷
  • তিন কেন্দ্র মিলিয়ে মোট ভোট 77.57 শতাংশ ৷

কমিশন সূত্রে খবর, প্রথম দফায় তিন কেন্দ্রের নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে 556টি অভিযোগ জমা পড়েছে ৷ তারমধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে ৷ মোট 12 জন গ্রেফতার করা হয়েছে । 2 জনকে গ্রেফতার এবং 10 জনকে সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে । সবকটি গ্রেফতারিই ছিল কোচবিহার জেলার ।

  • ন্যাশনাল গ্রিভেন্স অ্যাড্রেসাল সিস্টেমে মোট জমা পড়েছে মোট 371টি অভিযোগ । এর মধ্যে কোচবিহারে 169টি, আলিপুরদুয়ারে 99টি এবং জলপাইগুড়িতে 103টি অভিযোগ রয়েছে । কমিশন জানিয়েছে, এর মধ্যে 356টির সমাধান হয়েছে।
  • সি-ভিজিল অ্যাপে জমা পড়েছে 103টি অভিযোগ ৷ এর মধ্যে কোচবিহারে 26টি, আলিপুরদুয়ারে 59টি এবং জলপাইগুড়িতে 18টি অভিযোগ রয়েছে ।
  • সিএমএসে জমা পড়েছে 82টি অভিযোগ ৷ তারমধ্যে কোচবিহারেই জমা পড়েছে 74টি ৷ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে 4টি করে অভিযোগ জমা পড়েছে ৷

দেশের সাধারণ নির্বাচনের ইতিহাস তিন কেন্দ্রকে ‘শান্ত’ তমকা দিলেও রাজ্যের 2021 বিধানসভা নির্বাচনে শীতলকুচি দেখেছিল দেশ ৷ সিআইএসএফ জওয়ানের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন 4 জন ৷ ফলে উত্তরবঙ্গের নির্বাচন নিয়ে এবার নির্বাচন কমিশন আরও বেশি সতর্ক ছিল ৷ মোটের উপর শান্তিপূর্ণ ভোট করিয়ে শেষ হাসি হাসল নির্বাচন কমিশনই ।

আরও পড়ুন:

  1. জঙ্গলে ঘেরা ভোটকেন্দ্র, হাতির হামলা থেকে ভোটারদের বাঁচাতে বাড়তি নজরদারি বনদফতরের
  2. তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে উত্তেজনা জলপাইগুড়িতে, 'ভোট শান্তিপূর্ণ' মত পুলিশ পর্যবেক্ষকের
  3. রামনবমীতে 'সাম্প্রদায়িক হিংসা', শক্তিপুর ও বেলডাঙ্গার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
Last Updated : Apr 19, 2024, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details