কলকাতা, 19 সেপ্টেম্বর:শরতের নীল আকাশে হালকা বৃষ্টিতে ভিজবে বাংলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলায়। উত্তরবঙ্গেও পরিস্থিতি একই থাকবে। তবে হাওয়া অফিসের পূর্বাভাসে বর্ষা বিদায়ের ইঙ্গিত ৷ কারণ বাংলা ক্যালেন্ডারে মাসটা আশ্বিন। ঋতুটা শরৎ।রৌদ্রোজ্জ্বল নীল আকাশে সাদা মেঘের আনাগোনা। কিন্তু সেখানেই জলভরা মেঘের হাত ধরে বৃষ্টি, তার উপস্থিতি জানান দিচ্ছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের হিসেব অনুসারে বঙ্গে বর্ষা 12 অক্টোবরের পর বিদায় নেবে।
বৃহস্পতিবার দিনের আকাশ সাধারণ মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
দু'দিন আগে নিম্নচাপের কারণে বৃষ্টি পরিস্থিতি ছিল দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতিভারী কিংবা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ । আকাশের রৌদ্রোজ্জ্বল মুখ দেখাই যায়নি। বদলে ছিল আকাশে কালো মেঘের ঘনঘটা ৷ নিম্নচাপের কারণে এই পরিস্থিতি তৈরি হলেও এখন সেই সম্ভাবনা নেই। কারণ নিম্নচাপ চলে গিয়েছে বঙ্গ ছেড়ে অন্য রাজ্যের দিকে। ফলে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বিক্ষিপ্তিভাবে হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ হবে না। চলতি মাসের বাকি দিনগুলিতেও মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে ৷
আপাতত সমুদ্রে কোনও নিম্নচাপ ঘনীভূত হওয়ার ইঙ্গিত নেই ৷ যদিও তা নিশ্চিত করে এখনই বলতে নারাজ আবহাওয়াবিদরা ৷ তবে শরতের নীল আকাশে কালো মেঘ বিক্ষিপ্তভাবে বৃষ্টি নিয়ে আসতে পারে । অবশ্যই এটা হবে স্থানীয় মেঘের কারণে। কারণে নিম্নচাপের কারণে এখনও বঙ্গের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে ৷ ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ফিরেছে ৷ হাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি এখনও কয়েকদিন চলবে ৷ তবে অসহ্য গরম আর অনুভূত হবে না।
বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ এবং সর্বনিম্ন 58 শতাংশ।