কলকাতা, 12 মে: রাত পোহালেই লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে রয়েছে ভোট ৷ সকাল সকাল পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাওয়ার সময় আকাশ মেঘলা থাকবে নাকি বৃষ্টি হবে নাকি থাকবে তীব্র গরম? ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। এর সঙ্গেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা ছিল।
অর্থাৎ, চতুর্থ দফার ভোটে দক্ষিণের যে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানও ৷ এদিন ভোট দিতে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে রাখা উচিত ছাতা বা বর্ষাতি ৷ তীব্র তাপপ্রবাহের পর বিগত কয়েকদিন ধরেই বৃষ্টিস্নাত হয়েছে বাংলা ৷ ফলে একটু ঠান্ডার আমেজ ছিল হাওয়ায় ৷ এদিন ফের একবার বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর ৷
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই ।