কলকাতা, 19 মে: রাজ্যে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। রাজনৈতিক উত্তাপের পাশাপাশি বঙ্গের আবহাওয়ার উত্তাপ থাকলেও সোমবার রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ পাশাপাশি, উত্তর 24 পরগনার ব্যারাকপুর ও বনগাঁতে রয়েছে কালবৈশাখীর সর্তকতা। 60 কিলোমিটার বা তার বেশি গতিবেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর সঙ্গেই দোসর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৷
এদিন হাওয়া অফিস জানিয়েছে, সোমবার পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে । এর সঙ্গেই রয়েছে বজ্রপাতের সতর্কতা। বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
পাশাপাশি, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে। তবে মালদা ও দুই দিনাজপুরে দিনের বেশিরভাগ সময় গরমের অস্বস্তি বজায় থাকবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ।
রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিনবঙ্গের পুরুলিয়া, দুই চব্বিশ পরগনা, হুগলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে রবিবার দিনের তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 81 শতাংশ ও সর্বনিম্ন 41 শতাংশ।
আরও পড়ুন
- কয়েক পশলা বৃষ্টিতে 'বানভাসি' ট্যাংরায় দোসর বেহাল নিকাশি; দুর্ভোগে বাসিন্দারা
- পঞ্চম দফার আগে শেষ মুহূর্তের ব্যস্ততা আরামবাগে, দেখুন ভিডিয়ো
- ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ভোটের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের