জলপাইগুড়ি, 4 এপ্রিল: লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআই(এম)-এর ত্রিমুখী লড়াই হতে চলেছে 19 এপ্রিল ৷ বুধবারই প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৷ এবারের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় ৷ তাঁর সম্পত্তি কত জানেন ? নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় সম্পত্তির যা হিসেবে দিয়েছেন তা তুলে ধরা হল ৷
ধূপগুড়ি মহিলা কলেজের অধ্যাপক ছিলেন নির্মল চন্দ্র রায়। 2023 সালে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তাঁকে প্রার্থী করে তৃণমূল ৷ নির্বাচনে জয়ী হন নির্মল চন্দ্র রায়। এবার তাঁকেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। রইল তাঁর সম্পত্তির পরিমাণ ৷
2024 সালে লোকসভা নির্বাচনে কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী
- নগদ টাকা- 1 লাখ 20 হাজার টাকা
- স্ত্রীর হাতে রয়েছে হাতে- 45 হাজার 160 টাকা
অস্থাবর সম্পত্তি-
- নির্মল চন্দ্র রায়ের হাতে রয়েছে- ব্যাংক, বিমা 3টি ৷ গাড়ি নিয়ে গচ্ছিত প্রায় 52 লক্ষ 73 হাজার 960 টাকা
- স্ত্রীর কাছে- বিমা এবং 6 লক্ষ 50 হাজার টাকার সোনার গয়না-সহ গচ্ছিত আছে 26 লক্ষ 96 হাজার 286 টাকা