কলকাতা, 2 মে:ভোটপর্বের মধ্যেফলাফল প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষা 2024-এর। আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি ৷ শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি ৷ নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলপ্রকাশ করতে হবে। আর সেই সময়সীমা আগামী 12 মে পর্যন্ত। তবে তার আগে অর্থাৎ আজ, বুধবার 80 দিনের মাথায় ফলপ্রকাশ হল মাধ্যমিকের ৷ তাতে জানা গেল, গতবারের থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বেড়েছে ৷ প্রথম দশে রয়েছে 57 জন পরীক্ষার্থী ৷ ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি ৷
প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, প্রথম দশে 57 জন; রইল মেধাতালিকা - Madhyamik Result 2024
Madhyamik Result 2024: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে ঘোষণা হল মাধ্যমিক রেজাল্ট ৷ বুধবার সকাল 9টায় বোর্ড সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় 2024 মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করলেন ৷ গতবারের থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বেড়েছে ৷ প্রথম দশে রয়েছে 57 জন পরীক্ষার্থী ৷ কোচবিহার প্রথম, দ্বিতীয় পুরুলিয়া আর তৃতীয় স্থানে দক্ষিণ দিনাজপুর, বীরভূম ও দক্ষিণ 24 পরগনার পড়ুয়ারা ৷
Madhyamik Result 2024
Published : May 2, 2024, 10:17 AM IST
|Updated : May 2, 2024, 11:26 AM IST
প্রথম হয়েছে একজন ৷ দ্বিতীয়ও তাই ৷ তৃতীয় হয়েছে তিনজন। চতুর্থ এবং পঞ্চম স্থানে একজন করে রয়েছে। ষষ্ঠ স্থান অধিকার করেছে চারজন। আটজন রয়েছে সপ্তম স্থানে। অষ্টম স্থান অধিকার করেছে চার জন। নবম স্থান অধিকার করেছে 16 জন পড়ুয়া। দশম স্থানে আছে 18 জন।
- কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন প্রথম হয়েছে ৷ তার প্রাপ্ত নম্বর 693 ৷
- দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া ৷ পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু পেয়েছে 692 ৷
- মাধ্যমিকে যুগ্মভাবে তৃতীয় স্থানে তিনজন রয়েছে ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলে উদয়ন প্রসাদ, বীরভূ্মের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি, দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নৈঋতরঞ্জন পাল ৷ তাদের প্রাপ্ত নম্বর 691 ৷
- চতুর্থ হয়েছেন হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের তপজ্যোতি মণ্ডল ৷ পেয়েছেন 690 ৷
- পঞ্চম স্থানে পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরৎপুর হাইস্কুলের অর্ঘ্যদীপ বসাক ৷ তার প্রাপ্ত নম্বর 689 ৷
- 688 নম্বর পেয়ে যে চারজন ষষ্ট স্থান অধিকার করেছে, তারা হল- বালুরঘাট হাইস্কুলের কৃশানু সাহা ৷ রয়েছে মালদার মোজামপুর হাইস্কুলের মহম্মদ শাহাবুদ্দিন আলি, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ সাহু, দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অলিভ গায়েন ৷
- মাধ্যমিকে যে আটজন সপ্তম হয়েছেন তাদের নম্বর 687 ৷ কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের আসিফ কামাল ৷ বালুরঘাট গার্লস হাইস্কুলের আবৃত্তি ঘটক ৷ এই একই হাইস্কুলের অর্পিতা ঘোষ ৷ বালুরঘাট হাইস্কুলের সাত্বত দে' বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের রিত্রিক সাউ, পূর্ব মেদিনীপুরের জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুলের সুপমকুমার রায়, পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের কৌস্তভ মাল, দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আলেখ্য মাইতিও রয়েছেন এই তালিকায় ৷
- অষ্টম স্থান অধিকার করেছে চার জন। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ইন্দ্রাণী চক্রবর্তী, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের দেবজ্যোতি ভট্টাচার্য ৷ মেদিনীপুর মিশন গার্লস স্কুলের তনুকা পাল ও কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের হৃদ্ধি মল্লিক ৷ এদের প্রাপ্ত নম্বর 686 ৷
- নবম স্থান অধিকার করা 16 জন পড়ুয়াদের প্রাপ্ত নম্বর 685 ৷ দশম স্থানে 18 জন পেয়েছে 684 ৷
আরও পড়ুন:
Last Updated : May 2, 2024, 11:26 AM IST