কলকাতা, 25 জুন: কেন্দ্র থেকে এখনও আসেনি টিবি বা যক্ষ্মার ওষুধ । সমস্যা মেটাতে রাজ্য সরকার এবার নবান্ন এবং স্বাস্থ্য দফতর মিলে প্রায় 50 লক্ষ ওষুধ কিনল যক্ষ্মা রোগীদের জন্য । যা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে । ফলে বিগত কয়েকমাস ধরে যে সমস্যা তৈরি হচ্ছিল তারই সমাপ্তি ঘটল । ফের সেই পুরনো চিকিৎসা পদ্ধতিতেই সেরে উঠতে পারবেন রোগীরা ।
18 মার্চ দিল্লি থেকে আচমকাই চিঠি আসে রাজ্যে । সেই চিঠিতে বলে দেওয়া হয়েছিল, অবাঞ্ছিত কিছু কারণে আপাতত যক্ষ্মার ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে না । তারপরেই চিন্তায় পড়েছিলেন চিকিৎসকেরা । কারণ যক্ষ্মার ওষুধ যথাযথভাবে সরবরাহ না-করলে মহামারীর মতো এই রোগ ছড়িয়ে পড়তে পারে ।
এই রোগের জন্য মূলত 6 মাস নিয়ম করে ওষুধ খেতে হয় । যে ওষুধ বিনামূল্যে বাড়ির নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হয় । কিন্তু সেই ওষুধেই ছিল সমস্যা । জেলা থেকে কলকাতা, বিভিন্ন হাসপাতাল ঘুরেও মিলছিল না যক্ষ্মার ওষুধ । সমস্যার কথা তুলে ধরে একাধিকবার কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য । কোনও সদুত্তর না-পেয়ে অবশেষে নিজেরাই সেই ওষুধ কিনে নিল সরকার ।
এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, "আমরা সব ওষুধ কিনে দিয়েছি । এই মুহূর্তে পশ্চিমবাংলায় আর যক্ষ্মার ওষুধের কোনও অসুবিধা নেই । সব রোগীরাই আবার নিয়ম করে ওষুধ খেতে পারবেন ।" স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই 50 লক্ষ ওষুধ কেনা হয়েছে । তার জন্য প্রায় খরচ হয়েছে সাড়ে 3 কোটি টাকা । মোটামুটি দু'মাসের স্টকের ওষুধ কিনে নেওয়া হয়েছে । পরবর্তীকালে আরও ওষুধ কেনা হবে ।