কলকাতা, 23 জুন: সরকারি চাকুরেদের জন্য সুখবর। এতদিন পর্যন্ত যারা সরকারি চাকরি করছেন তারা সপরিবারে ভ্রমণের জন্য প্লেন বা ট্রেনের টাকা পেতেন। তবে তারা যদি গাড়িতে ভ্রমণ করেন সে ক্ষেত্রে কোনও টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হত। কারণ এতদিন গাড়িতে ভ্রমণের জন্য কোনও সংস্থান রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছিল না। তবে লোকসভা নির্বাচনের পর সেই সিদ্ধান্তেও বদল এসেছে।
সরকারি কর্মচারীদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা ঘোষণা রাজ্য সরকারের - WB Govt Travel Benefits - WB GOVT TRAVEL BENEFITS
Travel of Govt Employees: সরকারি কর্মচারীদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা ঘোষণা রাজ্য সরকারের ৷ নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গাড়ি ব্যবহার করলেও অনুমোদন দেবে রাজ্য সরকার ৷
Published : Jun 23, 2024, 7:58 PM IST
সম্প্রতি অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে, এবার সরকারি কর্মচারীরা ভ্রমণের সময় গাড়িও ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে তাঁরা যাতে টাকা পান তার ব্যবস্থা করবে সরকার। রাজ্য অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীরা এলটিসি স্ক্রিমে ভ্রমণের ক্ষেত্রে যদি গাড়ি ব্যবহার করে সেক্ষেত্রে গাড়ি ভাড়া বাবদ প্রত্যেক কিলোমিটার পিছু সর্বোচ্চ 16 টাকা করে দেওয়া হবে । শুধু তাই নয় দফতরগুলিকে এই অর্থ অনুমোদনের জন্য অর্থ দফতরের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই । যে কোনও দফতর নিজেরাই এই অর্থের অনুমোদন দিতে পারবে বলেও জানানো হয়েছে নবান্নের তরফে।
ফলে এই নির্দিষ্ট স্কিমে ভ্রমণের ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের আর কোনও বাধা নেই। এখন তারা চাইলে রেল বা বিমানের পাশাপাশি যে কোনও গাড়ি ব্যবহার করতে পারবে। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীরা এলটিসি স্কিমে কয়েক বছর অন্তর অন্তর সব পরিবারের ভ্রমণে যাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সুযোগ-সুবিধা পায় । এতদিন শুধু বিমান বা রেলের জন্য টাকা পেতেন এবার গাড়ি ভাড়া করলেও তার জন্য পাওয়া যাবে অর্থ।