কোচবিহার, 14 জানুয়ারি: আদি ও নব্য তৃণমূল নিয়ে বিতর্ক উসকে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । সোমবার বিকেলে দিনহাটার নয়ারহাটে তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘একদিকে বলবেন 1998 সাল থেকে তৃণমূল করি । অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা প্রার্থীকে মানবেন না । 2021 সালে যখন প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করা হয়েছিল, তখন এই নয়ারহাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল । এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা । যাঁরা এমনটা করবেন, তাঁদের দলের মধ্যে কোণঠাসা করতে হবে ।’’
কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়ার ফেসবুক পোস্ট নিয়েও কটাক্ষ করেন উদয়ন ৷ রাজ্যের মন্ত্রী বলেন, ‘‘কালকে একজনকে দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন । চারজনের ছবি দিয়ে লিখেছেন আমরা ভীম, অর্জুন, নকুল, সহদেব । আপনাদের যুধিষ্ঠির হওয়ার মতো সততা নেই, সৎ সাহস নেই । আপনার পছন্দের লোক জেলা তৃণমুল সভাপতির চেয়ারে না-বসলে, আপনি সাংসদ নির্বাচনে টিকিট না-পেলে যে সাংসদ হবে সে ভালো নয়, তাঁর বিরোধিতা করব ৷ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।’’