কলকাতা, 29 অগস্ট: পুজোর আগেই এবার অবসরকালীন ভাতা বাড়ল সিভিক পুলিশ ও ভিলেজে পুলিশের । 60 বছর পেরলে এতদিন পর্যন্ত অবসরকালীন ভাতা হিসাবে এককালীন 3 লক্ষ টাকা পেতেন এই সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশরা ৷ এবার সেই ভাতাই একধাক্কায় বেড়ে হল 5 লক্ষ টাকা । সিভিকদের এই ভাতা বৃদ্ধির কথা অর্থ দফতর এবং স্বরাষ্ট্র দফতর থেকে মার্চিং অর্ডার জারি করে বলা হয়েছে ৷ ফলে পুজোর আগে তাঁদের জন্য একটা বড় সুখবর দিল রাজ্য সরকার ৷
শহর হোক বা জেলা, ট্র্যাফিক থেকে শুরু করে পুলিশের বিভিন্ন কাজে সহযোগিতার জন্য এই মুহুর্তে রাজ্যে দু’লক্ষ সিভিক ভলান্টিয়ার কাজ করেন ৷ স্বল্প বেতনে প্রতিদিনই তাদের হাড়ভাঙা পরিশ্রম করতে হয় ৷ স্বাভাবিকভাবেই তাঁদের এই অবস্থার খবর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ছিল ৷ প্রশাসন সূত্রে খবর, মানবিক কারণেই তাই এবার সিভিক ও ভিলেজ পুলিশকর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ৷