কলকাতা, 12 এপ্রিল: পয়লা বৈশাখকে রাজ্য দিবস পালন করা নিয়ে কম রাজনৈতিক চাপানউতর হয়নি । শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে রেজুলেশন পাস করে এই দিনটিকে রাজ্য দিবস হিসাবে পালনের কথা ঘোষণা করা হয় । খাতায়-কলমে এবারই প্রথম পয়লা বৈশাখ রাজ্য দিবস হিসাবে পালন হবে ৷ কিন্তু লোকসভা নির্বাচনের কারণে এই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
রাজ্য সরকারের তরফ থেকে পয়লা বৈশাখ দিনটিকে রাজ্য দিবস হিসাবে উদযাপনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের কাছে । কমিশন রাজ্য দিবস পালনের অনুমতি দিলেও মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে অনুমতি দেয়নি । ফলে রাজ্য দিবস যার মস্তিষ্কপ্রসূত, এবার সেই অনুষ্ঠানেই থাকতে পারবেন না তিনি ।
নবান্ন সূত্রে খবর, পয়লা বৈশাখ রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে দিনটিকে ঘটা করে উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। সংগীত, কবিতা, সাহিত্যে দিনটির গুরুত্ব তুলে ধরার জন্য থাকছে একাধিক অনুষ্ঠান । রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর গোটা বিষয়টির ব্যবস্থাপনায় রয়েছে । জানা গিয়েছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা । শুধু মুখ্যমন্ত্রী না, কোনও মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্ব ওইদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না । থাকবেন জয় গোস্বামী, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শ্রীজাতর মতো কবি ও শিল্পীরা। অনুষ্ঠানে সমাজের সব স্তরের বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও সরকারি সূত্রে খবর।