দুর্গাপুর, 17 অক্টোবর: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরিকল্পনাতেই তৈরি হয়েছিল দুর্গাপুর । পরিকল্পনামাফিক একদিন এই শহরকে গড়ে তোলা হয়েছিল । কিন্তু বুধবার রাতভর বৃষ্টি এই শহরের নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারাটাকে ফের একবার তুলে ধরল ।
দুর্গাপুর নগর নিগমের 43টি ওয়ার্ডের মধ্যে সিংহভাগ ওয়ার্ডের মানুষ কার্যত জলবন্দি হয়ে পড়েন । পুরো শহরটা একদিনের এই বৃষ্টির কারণে যেন স্তব্ধ হয়ে যায় । বৃহস্পতিবার সকাল থেকেই যেন শহরজুড়ে অলিখিত কার্ফুর ছবি । যেদিকে তাকানো গিয়েছে শুধুই জলছবি দেখা গিয়েছে । শহরের রাস্তা যেন নদীর রূপ নেয়। ডুবে যায় বিস্তীর্ণ এলাকা ।
রাতভর বৃষ্টিতে ভয়ানক পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর শহরের 19, 20, 21 নম্বর ওয়ার্ডে । জল জমেছে 13-14 নম্বর ওয়ার্ডেও। রাতভর বৃষ্টির জেরে সেপকো টাউনশিপের একাংশ, সরকারি মহাবিদ্যালয়ের পাশের বস্তি, এনআইটির সামনের রাস্তা, 54 ফুট, সারদাপল্লি, শ্রীনগরপল্লি, আনন্দপুরি, মেন গেটের একাংশ-সহ বহু জায়গা কার্যত জলের তলায় চলে যায় । রাস্তায় বাইক-চারচাকা গাড়ি ভাসতে দেখা গিয়েছে ।