পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরীক্ষা দিতে বাধা, তীব্র দাবদাহেই অবস্থান বিশ্বভারতীর দৃষ্টিহীন ছাত্র ও ওড়িশার ছাত্রীর - Visva Bharati University - VISVA BHARATI UNIVERSITY

Visva Bharati: বিশ্বভারতীর দৃষ্টিহীন ছাত্র-সহ ওড়িশার এক ছাত্রীকে পরীক্ষায় বসতে না দেওয়ায় তাঁরা বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসল ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 2:07 PM IST

Updated : Apr 5, 2024, 7:46 PM IST

অবস্থান বিক্ষোভ বিশ্বভারতীর দৃষ্টিহীন ছাত্র ও ওড়িশার ছাত্রীর

বোলপুর, 5 এপ্রিল: পরীক্ষায় বসতে না-দেওয়ার অভিযোগে অবস্থানে বসলেন বিশ্বভারতীর এক দৃষ্টিহীন ছাত্র-সহ ওড়িশার এক ছাত্রী ৷ প্রচণ্ড দাবদাহের মধ্যেই বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার হাতে সকাল থেকে অবস্থানে বসেছেন তাঁরা ৷ প্রসঙ্গত, পর্যাপ্ত উপস্থিতি না থাকার দরুণ তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি । কিন্তু, পড়ুয়াদের দাবি, তাঁদের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে, তা সত্ত্বেও তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ৷

বিশ্বভারতীর শিক্ষা বিভাগের এমএড প্রথম সিমেস্টারের পড়ুয়া সৌরভ পান ও মৌসুমী পাত্র ৷ হুগলির বাসিন্দা সৌরভ দৃষ্টিহীন । বিশ্বভারতীর বিনয়ভবন ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন ৷ একই ভাবে ওড়িশার বাসিন্দা মৌসুমাও বিনয়ভবন ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করেন ৷

20 মার্চ থেকে বিশ্বভারতীতে পরীক্ষা শুরু হয়েছে । আট এপ্রিল পর্যন্ত চলবে ৷ অভিযোগ, দৃষ্টিহীন ছাত্র-সহ ওই ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না । তাই এ দিন তীব্র দাবদাহ উপেক্ষা করেই হাতে পোস্টার নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন দুই পড়ুয়া ৷

তাঁরা জানান, বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত উপস্থিতি না থাকার কারণ দেখিয়ে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ৷ এই মর্মে পড়ুয়াদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটিও গঠন করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । তারপরেও এখনও পর্যন্ত তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ।

পড়ুয়া সৌরভ পান ও মৌসুমী পাত্র বলেন, "আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না, উপস্থিতি না-থাকার কারণ দেখিয়ে ৷ কিন্তু, আমরা চ্যালেঞ্জ করেছি আমাদের উপস্থিতি নেই সেটা দেখান ৷ এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও উত্তর দিচ্ছে না ৷ এভাবে আমাদের এক বছর নষ্ট হয়ে যাবে । ইচ্ছাকৃত ভাবে আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ৷ ওদের টেকনিক্যাল ভুলের জন্য হয়েছে ।"

যদিও, এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ ।

আরও পড়ুন:

  1. বিশ্বভারতীর 'নাইট-স্টে' মেসেজ কাণ্ডে অভিযুক্ত অধ্যাপকের ঘরে তালা, বিক্ষোভ পড়ুয়াদের
  2. শান্তিনিকেতনে এবারও হচ্ছে না বসন্তোৎসব, মনখারাপ বিশ্বভারতীর পড়ুয়াদের
  3. কবিগুরুর শান্তিনিকেতনে প্রাচীন গাছগুলি কাটা হচ্ছে নির্বিচারে, সরব ঠাকুর পরিবার
Last Updated : Apr 5, 2024, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details