পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জসীমউদ্দিনের 'নকশিকাঁথার মাঠ' নয়, আত্মকথার নকশিকাঁথা বাড়ি শান্তিনিকেতনে

অভিনব প্রদর্শনী শান্তিনিকেতনে ৷ গোটা বাড়ি মোড়া নকশিকাঁথায় ৷ সেখানে লেখা পাড়া-গাঁয়ের মহিলা শিল্পীদের আত্মকথা ৷

ETV BHARAT
গোটা বাড়ি মোড়া নকশিকাঁথায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 5:19 PM IST

Updated : Nov 28, 2024, 5:39 PM IST

বোলপুর, 28 নভেম্বর: মধ্যে লুটায় দিগন্ত-জোড়া নকশি-কাঁথার মাঠ/সারা বুক ভরি কী কথা সে লিখি, নীরবে করিছে পাঠ ৷ পল্লিকবি জসীমউদ্দিনের কবিতার ধাঁচেই আস্ত একটি নকশি কাঁথার বাড়ি ৷ গোটা বাড়িটিকে মুড়ে রেখেছে 200-রও বেশি নকশি কাঁথা ৷ তবে কবির সৃষ্ট চরিত্র রুপাই ও সাজুর করুণ প্রেমকাহিনি সেখানে নেই ৷ সেগুলির প্রত্যেক বুননে কমপক্ষে 100 জন মহিলা শিল্পী তাঁদের আত্মকথা ফুটিয়ে তুলেছেন ৷

শান্তিনিকেতনের সুভাষপল্লিতে পাড়া-গাঁয়ের মহিলা শিল্পীদের নিয়ে অভিনব প্রদর্শনী ও কাঁথা শিল্পের চর্চা মানুষকে আকৃষ্ট করছে ৷ উদ্যোক্তা বিশ্বভারতীর কলাভবনের প্রাক্তনী রবিউল খান, ঋতুশ্রী মণ্ডল-সহ আরও বেশ কয়েজন শিল্পী ৷ তিনমাস ধরে পল্লিগ্রামের প্রায় 100 জন মহিলা নকশি কাঁথা নিয়ে কাজ করেছেন ৷

অভিনব আত্মকথার নকশিকাঁথা বাড়ি শান্তিনিকেতনে (নিজস্ব ভিডিয়ো)

বীরভূমের লাভপুর, দুবরাজপুর, সাত্তোর, কোপাই, শেহালা ও শান্তিনিকেতনের সুভাষপল্লির মহিলারা এমন 200-রও বেশি নকশি কাঁথা তৈরি করেছেন ৷ তবে সাধারণত কাঁথাস্টিচের কাজ হয় শাড়ি, ব্লাউজ ও চাদরে । বিভিন্ন কল্কা, নকশা, ফুল, পাখি, পাতা প্রভৃতি সুতো দিয়ে সুক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয় কাঁথার উপর । কিন্তু, এক্ষেত্রে সুতোর বুননে বুননে ফুটে উঠেছে শিল্পীদের আত্মকথা ৷ বাড়ির ভাত রাঁধা, কাপড় কাচা, ঘর পরিষ্কার, সন্তানদের লালল পালন প্রভৃতি নিত্য কাজের অবসরে বাড়ির মহিলারা নিজেদের মনের কথা কাঁথায় লিপিবদ্ধ করেছেন ৷ এ এক অনন্য শিল্প, শুধু শিল্প নয় শিল্পের সাহিত্যও বলা যায় ৷

কেউ সুতো নিয়ে কাঁথায় লিখেছেন ছোটবেলার স্কুল যাওয়া, বাড়ি ফেরা, ঘরের কাজ, বেলা শেষের গল্প, স্মৃতিকথা আরও কত কী । আর এই নকশি কাঁথাগুলি দিয়ে শান্তিনিকেতনের সুভাষপল্লির আস্ত একটি দোতলা বাড়ি মুড়ে ফেলা হয়েছে । সেই বাড়ি জুড়ে কাঁথাগুলি ঝুলিয়ে অভিনব প্রদর্শনী করা হয়েছে । এই প্রদর্শনী ইতিমধ্যেই সাড়া ফেলেছে মানুষের মধ্যে ৷

আস্ত একটি নকশি কাঁথার বাড়ি (নিজস্ব চিত্র)

পল্লি কবি জসীমউদ্দিনের আখ্যানকাব্য 'নকশি কাঁথার মাঠ'। যা 1929 সালে প্রকাশিত হয়েছিল ৷ এই কাহিনীতে এক যুবক-যুবতীর করুণ প্রেমকাহিনী বর্ণিত আছে ৷ এখানেই নকশি কাঁথার বর্ণনা পাওয়া যায় ৷ নকশি কাঁথা মানেই যে আত্মকথন বর্ণনার একটি জায়গা, তা আবারও প্রমাণ করল শান্তিনিকেতনের সুভাষপল্লির এই বাড়ি ৷

উদ্যোক্তাদের মধ্যে ঋতুশ্রী মণ্ডল বলেন, "আমরা কয়েকজন এই বাড়িতে ভাড়া থাকি ৷ আমরা সবাই মিলে ঠিক করি কাঁথা শিল্পের মধ্যে দিয়ে সংসারের কর্মব্যস্ত মানুষগুলোর লুকিয়ে থাকা কাহিনি কীভাবে তুলে ধরা যায় ৷ প্রত্যেকে নিজের নিজের না-বলতে পারা গল্পগুলি সুতোর বুননে ফুটিয়ে তুলেছেন ৷"

অভিনব প্রদর্শনী শান্তিনিকেতনে (নিজস্ব চিত্র)

কাঁথা শিল্পী মৌসুমী লাহা ও সেকরুন বিবি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে কাঁথাস্টিচের কাজ করছি ৷ তবে এভাবে কখনও ভাবিনি ৷ ফুল, পাতার নকশা করতাম ৷ কিন্তু, এখানে নিজেদের গল্পগুলো সুতো দিয়ে গাঁথতে পেরেছি ৷ স্কুল থেকে ফেরার কথা, কাউকে কখনও না-বলতে পারা স্মৃতিকথা তুলে ধরতে পেরেছি । আর সবচেয়ে ভালো লাগছে এই কাজ দেখতে বহু মানুষ আসছেন । এটাই পাওনা ।"

Last Updated : Nov 28, 2024, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details