পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলডাঙায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে মামলা - Ram Navami Rally

Calcutta High Court: বেলডাঙায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের আর্জিতে কলকাতা হাইকোর্টে মামলা করল বিশ্বহিন্দু পরিষদ ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 6:38 PM IST

Updated : Apr 19, 2024, 8:08 PM IST

বেলডাঙায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে মামলা

কলকাতা, 19 এপ্রিল:মুর্শিদাবাদের বেলডাঙায় রাম নবমীর মিছিলে বোমা ছোড়ার ঘটনা ও আরও একটি ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হল বিশ্বহিন্দু পরিষদ । শুক্রবার এ বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দায়ের হল মামলা ।

এ বিষয়ে বিশ্বহিন্দু পরিষদ পূর্ব ক্ষেত্রের আহ্বায়ক অমিয় সরকার বলেন, "দুঃখজনক যে এটা হিন্দুস্থান, ভারতবর্ষ । অথচ হিন্দুর প্রতিটি পার্বণের জন্য হাইকোর্টে আসতে হচ্ছে । হাইকোর্টের দরজায় ঠকঠকাতে হচ্ছে । হাইকোর্টের অমূল্য সময়কে নষ্ট করতে হচ্ছে । আর সমস্ত কিছু প্রশাসনের তরফে নষ্ট করা হচ্ছে । হিন্দুদের চরম দুর্গতির মধ্যে রাখা হচ্ছে ।"

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, "প্রশাসনের প্রধান উৎসবের আগে একটা কথা বলে দেন । রামনবমী মানে নাকি দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা । আর তারই ফলস্বরূপ বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে । মুর্শিদাবাদের বেলডাঙায় চরক পুজোকে কেন্দ্র করে সন্ন্যাসীদের উপর আক্রমণ করা হয়েছে । প্রশাসনকে বললেও কোনও পদক্ষেপ করা হয়নি । কারওকে গ্রেফতার করা হয়নি । তারপরই রামনবমীর মিছিলে পাথর বৃষ্টি করা হয়েছে । মিছিলের উপর বোম মারা হয়েছে । আমাদের প্রশ্ন বারবার কি আমাদের হাইকোর্টে আসতে হবে ? নাকি সুপ্রিম কোর্টে যেতে হবে ? রামনবমীর জন্য হাইকোর্টে আসতে হয়েছে । রামনবমীর মিছিলে অন্তত চার-পাঁচ জায়গায় অশান্তি করা হয়েছে । এতে হিন্দুসমাজের ক্ষোভ বাড়ছে । আগামী দিনে প্রশাসন এই ক্ষোভ প্রশমন করতে পারবে না । এখনও কেউ গ্রেফতার হয়নি । শুধু একটা এফআইআর হয়েছে মাত্র । মুর্শিদাবাদের 10-15টা গ্রামে হিন্দুরা ঘরছাড়া রয়েছে । আহতরা হাসপাতালে । তাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত । মুর্শিদাবাদের বেলডাঙায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হোক । এনআইএ তদন্ত করা হোক ।"

অমিয় সরকারের আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস জানালেন, "রামনবমীর মিছিলে বোমা ছোড়া হয়েছে । ইটবৃষ্টি হয়েছে । একাধিক হিন্দু আহত । তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে । আগামী সোমবার শুনানি । আমরা এনাআইএ তদন্তের আবেদন জানিয়েছি ।"

উল্লেখ্য, গত বুধবার মুর্শিদাবাদে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়ায় । বাড়ির ছাদ থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে । একইসঙ্গে ইট-পাটকেল ছোড়া হয় । আহত হয়েছেন একাধিক ব্যক্তি । অনেকেই আহত । রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে দায়ের হয়েছিল একাধিক মামলা । বিচারপতি সেনগুপ্ত মিছিলের অনুমতি দিতে গিয়ে স্বল্প সংখ্যক লোকের পাশাপাশি প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে মিছিল করার নির্দেশ দিয়েছিলেন । তারপরও এই অশান্তির ঘটনায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রামনবমীর মিছিলে অনুমতি, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে বলল হাইকোর্ট
  2. তরোয়াল-কাটারি, বীরভূমে রাম নবমীর মিছিলে বাদ গেলো না কিছুই
  3. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে
Last Updated : Apr 19, 2024, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details