কলকাতা, 22 মে: সাধু-সন্ন্যাসীদের নিয়ে বেলাগাম মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ । একটি নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ ও ইসকনের সঙ্গে বিজেপিকে জড়িয়ে সাধু-সন্ন্যাসীদের বিরুদ্ধে মন্তব্য করেছেন, সেই বক্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ।
সঙ্ঘের বক্তব্য, মুর্শিদাবাদের ভারত সেবাশ্রমের সম্পাদক কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার মধ্যে দিয়ে সাধু-সন্ন্যাসীদের অসম্মান করা হয়েছে । আদালত এই বিষয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করুক ৷ এই দাবি করে বিশ্ব হিন্দু পরিষদ জনস্বার্থ মামলা দায়ের করেছে । মামলাকারীর বক্তব্য, মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগসাজশ করে অশান্তি বাঁধানোর চেষ্টা করা হচ্ছে, যা সর্বৈব মিথ্যা । এর জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে ।
উল্লেখ্য, গত শনিবার হুগলির গোঘাটে একটি নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, "সব সাধু সমান হয় না । সব স্বজন সমান হয় না । আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান ? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন । আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ । ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম । আমার শ্রদ্ধার্ঘ্যের তালিকায় তারা দীর্ঘ দিন ধরে আছে । কিন্তু যে লোকটা বলে, তৃণমূলের এজেন্ট বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না । তার কারণ, সে ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছে ।"