পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হামরো পার্টিতে বড় ভাঙন, দার্জিলিং পৌরসভার পর হাতছাড়া লামাহাটা গ্রাম পঞ্চায়েত - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Hamro Party: হামরো পার্টির লামহাটার গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ অনেকেই বৃহস্পতিবার যোগদান করেন বিজেপিতে ৷ লোকসভা নির্বাচনের আগে বেশ অস্বস্তিতে হামরো পার্টি।

Hamro Party
হাতছাড়া লামাহাটা গ্রাম পঞ্চায়েত

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 5:21 PM IST

দার্জিলিং, 11 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে শুরু হয়েছে দল ভাঙানোর খেলা। পাহাড়ের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল হামরো পার্টিতে একের পর এক ভাঙন শুরু হয়েছে। এবার পাহাড়ের একটি গোটা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল হামরো পার্টির। এতে লোকসভা নির্বাচনের আগে বেশ অস্বস্তিতে হামরো পার্টি।

এই বিষয়ে অজয় এডওয়ার্ড বলেন, "এখন অনেকে প্রলোভন দেখিয়ে ঘোড়া কেনাবেচা করছেন। কিন্তু মানুষ আমাদের সঙ্গে রয়েছে।" রাজু বিস্তা বলেন, "হামরো পার্টি বলে পাহাড়ে আর কোনও রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। যে রাজনৈতিক দল কোনও নীতি আদর্শ মেনে চলে না, তাদের সঙ্গে কেউ থাকে না।" এরই মাঝে বৃহস্পতিবার অস্বস্তি বাড়িয়ে হামরো পার্টির লামহাটার গ্রাম পঞ্চায়েত প্রধান মঞ্জু ওয়াইবা, গ্রাম পঞ্চায়েত সদস্য সুনয়না তামাং, লাহমু শেরপা রাজু বিস্তার হাত ধরে বিজেপিতে যোগ দান করেন। 6 নম্বর ওয়ার্ডের অরুনা রাই, 9 নম্বর ওয়ার্ডের সুজাতা শঙ্কর, 11 নম্বর ওয়ার্ডের সন্ধ্যা থাপা, 12 নম্বর ওয়ার্ডের সুষমা লামা, 16 নম্বর ওয়ার্ডের পেমিলা দর্জি ভুটিয়া, 30 নম্বর ওয়ার্ডের প্রিয়া দীক্ষিত বিজেপিতে যোগ দেন।

সম্প্রতি, ইন্ডিয়া জোটে সামিল হন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। আর কংগ্রেসের সঙ্গে জোট করতেই দলের একটা বড় অংশের নেতা কর্মীরা অজয় এডওয়ার্ডের নীতির প্রশ্ন তুলে দল থেকে পদত্যাগ করতে শুরু করেন। এর আগে হামরো পার্টির দখলে থাকা দার্জিলিং পৌরসভা দল ভাঙনের জন্য হাতছাড়া হয়েছে । কয়েক মাস আগে একসঙ্গে চারজন দার্জিলিং পৌরসভার কাউন্সিলার যোগ দিয়েছিলেন অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায়। পরে আরও ছয় জন কাউন্সিলার অনিত থাপার শিবিরে নাম লেখান।

এরপর মঙ্গলবার গণ পদত্যাগ করেন হামরো পার্টির মিরিকের নেতারা। দলের সভাপতি অজয় এডওয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন তাঁরা। এরমধ্যে রয়েছেন হামরো পার্টির কেন্দ্রীয় মুখপাত্র লাডুপ গিসিং, মিরিক মহকুমার সাধারণ সম্পাদক সুরেন ছেত্রী, কোষাধ্যক্ষ মিটল তামাং, সিয়ক গোপালধারা কমিটির সভাপতি সঙ্গীত থাপা, সাধারণ সম্পাদক কুশল খানাল, সদস্য অদীপ রাই, সহকারী সম্পাদক কেশব শর্মা, নারী শক্তি সভাপতি ও পঞ্চায়েত সদস্য সানিয়া থোকার, টাউন কমিটির-সহ সভাপতি নবীন রায়-সহ আরও অনেকে ।

ABOUT THE AUTHOR

...view details