পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুন হয়েছিলেন স্বামী তপন কান্দু, এবার অস্বাভাবিক মৃত্যু স্ত্রী পূর্ণিমার - UNNATURAL DEATH OF PURNIMA KANDU

রাতে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় পূর্ণিমা কান্দুকে ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ মৃত্যুর কারণ জানতে আজ ময়না তদন্ত ৷

UNNATURAL DEATH OF PURNIMA KANDU
পূর্ণিমা কান্দু ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 11:25 AM IST

Updated : Oct 12, 2024, 12:05 PM IST

ঝালদা, 12 অক্টোবর: অস্বাভাবিক মৃত্যু হল তপন কান্দুর স্ত্রী তথা ঝালদা পুরসভার কংগ্রেসের কাউন্সিলর পূর্ণিমা কান্দুর ৷ শুক্রবার রাতে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ৷ 42 বছরের পূর্ণিমা কান্দুর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত পৌনে এগারোটা নাগাদ পূর্ণিমা কান্দুকে বাড়িতেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ৷ পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ঝালদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ কিন্তু, চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

খবর পেয়ে ঝালদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো ৷ তিনি বলেন, "ঘটনার খবর পেয়ে এখানে এলাম ৷ কীভাবে মৃত্যু হল, কিছুই জানা যাচ্ছে না ৷ চিকিৎসকেরা বলছেন ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে ৷"

অস্বাভাবিক মৃত্যু ঝালদা পুরসভার কাউন্সিলর পূর্ণিমা কান্দুর ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, 2022 সালে রাজ্যের পুরসভা নির্বাচনে ঝালদা পুরসভার 2 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন পূর্ণিমা কান্দুর স্বামী তপন কান্দু ৷ কিন্তু, ফলপ্রকাশের কয়েকদিনের মাথায় 13 মার্চ আততায়ীদের গুলিতে মৃত্যু হয় তপন কান্দুর ৷

ঝালদা পুর এলাকায় ফাঁকা রাস্তায় বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন তপন কান্দু ৷ সেই সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁকে গুলি করে হত্যা করে ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ তার কয়েকমাস পরে ঝালদা পুরসভার উপনির্বাচনে 2 নম্বর ওয়ার্ড থেকে তাঁর ভাইপো মিঠুন কান্দু ভোটে দাঁড়ান ৷ আর পূর্ণিমা কান্দু 12 নম্বর ওয়ার্ডে প্রতিন্দ্বিতা করেন ৷ কংগ্রেসের টিকিটে নির্বাচনে জিতে পূর্ণিমা কান্দু 12 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন ৷

পরবর্তী সময়ে ঝালদা পুরসভায় বিরোধীদের বোর্ড গঠন নিয়ে একাধিকবার বাধা দেওয়ার অভিযোগও ওঠে শাসকদলের বিরুদ্ধে ৷ সেখানেও আদালতের হস্তক্ষেপে বোর্ড গঠন করে বাম-কংগ্রেস জোট ৷ পরবর্তীতে কিছুদিনের জন্য ঝালদা পুরসভার চেয়ারপার্সনও হয়েছিলেন তিনি ৷ তবে, একাধিক বিরোধী কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায়, বিরোধী জোটের বোর্ড ভেঙে যায় ৷

কিন্তু, এবার সেই ঝালদা পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূর্ণিমা কান্দুর অস্বাভাবিক মৃত্যু হল ৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে বহু মানুষ গতকাল রাতেই হাসপাতালে ভিড় করে ৷ জনপ্রতিনিধি হিসেবে এলাকায় সব মানুষের পাশে দাঁড়ানো পূর্ণিমা কান্দুর সুনাম রয়েছে ৷ ফলে তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না কংগ্রেস তথা এলাকার মানুষজন ৷

Last Updated : Oct 12, 2024, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details