মালদা, 20 ডিসেম্বর:তিন বছর পর অবশেষে বিভিন্ন বিভাগের অধীনে পিএইচডি-তে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ ইচ্ছুক পড়ুয়ারা 23 ডিসেম্বর থেকে অনলাইনে পিএইচডি-তে ভর্তির জন্য আবেদন জানাতে পারবেন ৷
ক’দিন আগেই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ও ফ্যাকাল্টিদের ডাইরেক্টরি প্রকাশের ঘোষণা করেছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ উত্তরবঙ্গে প্রথম এই ব্যবস্থার ঘোষণায় সাড়া ফেলেছিল রাজ্যের শিক্ষা মহলে ৷ কিন্তু প্রশ্ন ছিল, ডাইরেক্টরি প্রকাশের কথা ঘোষণা করা হলেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তিন বছর ধরে পিএইচডি বিভাগে ভর্তি বন্ধ রয়েছে ৷ ফলে গবেষক পড়ুয়াদের অনেককেই ভিনজেলা বা ভিনরাজ্যের বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকতে হচ্ছিল ৷ এবার সেদিকেও নজর দিয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
3 বছর পর পিএইচডি বিভাগে ভর্তি শুরু করার সিদ্ধান্তটিও উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়ের ৷ এমনটাই জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস ৷ তাঁর বক্তব্য, “বিভিন্ন জটিলতায় তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি বন্ধ ছিল ৷ উপাচার্যের চেষ্টায় ফের ভর্তি শুরু হতে যাচ্ছে ৷ এতে এই বিশ্ববিদ্যালয়ের গবেষণার উৎকর্ষতাও অনেক বাড়বে ৷ এর জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ ইচ্ছুকরা 23 ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ৷”
পিএইডিতে ভর্তির বিজ্ঞপ্তি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে (নিজস্ব চিত্র) শুধু তাই নয়, 26 বছরের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এবার হস্টেল সমস্যাও অনেকটা মিটতে চলেছে ৷ এনিয়েও বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ ৷ এতদিন শুধু গবেষক পড়ুয়াদের জন্যই হস্টেল বরাদ্দ ছিল ৷ এবার থেকে স্নাতকোত্তর শ্রেণির সাধারণ পড়ুয়ারাও হস্টেলে থেকে পড়াশোনা করতে পারবেন ৷ 24 ডিসেম্বর পর্যন্ত তাঁরাও হস্টেলে থাকার জন্য আবেদন জানাতে পারবেন ৷
বিশ্বজিৎ দাস বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য আলাদা হস্টেল আগেই চালু হয়েছিল ৷ তবে প্রথম দফায় গবেষক পড়ুয়ারাই হস্টেলে থাকার ক্ষেত্রে অগ্রাধিকার পেতেন ৷ এবার শুধু গবেষক পড়ুয়ারাই নয়, পোস্ট গ্র্যাজুয়েটের সাধারণ ছাত্রছাত্রীরাও হস্টেলে থাকার সুযোগ পাবেন ৷ এতে অনেক পড়ুয়ার পড়াশোনার ক্ষেত্রে সুবিধে হবে ৷ তবে দুটি হস্টেলেই আসন সংখ্যা খুব বেশি নয় ৷ তাই নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াকেই এই সুযোগ দেওয়া যাবে ৷ ইচ্ছুকদের আগামী 24 ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র-সহ আবেদন করতে বলা হয়েছে ৷”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই দুই সিদ্ধান্তে গৌড়বঙ্গের তিন জেলার পড়ুয়াদের সুবিধে হবে বলেই মনে করছেন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা, পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রী দেবলীনা বসাক ৷ তিনি বলেন, “এই তিন জেলার অনেক গরিব ছেলেমেয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ৷ এতদিন হস্টেলে থাকার সুযোগ না-থাকায় তাদের ঘর ভাড়া নিয়ে কিংবা মেসে থাকতে হচ্ছিল ৷ এতে খরচের বহরও বাড়ছিল ৷ সমস্যায় পড়ছিলেন তাদের অভিভাবকরা ৷ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকা গেলে অনেক কম খরচে তাঁরা পড়াশোনা করতে পারবেন ৷ তাছাড়া পিএইচডি-তে ফের ভর্তি শুরু হওয়াও গরিব ও মেধাবী পড়ুয়াদের কাছে আশীর্বাদ ৷ অর্থের অভাবে ইচ্ছে থাকলেও অনেকে বাইরে গিয়ে পিএইচডি করতে পারছিলেন না ৷ এবার তাঁরা চিন্তামুক্ত হলেন ৷”