পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলাদের ঋণের ফাঁদে ফেলতে ছবি ব্যবহার, সোশাল মিডিয়ার বিজ্ঞাপন নিয়ে পুলিশের দ্বারস্থ সুকান্ত - SUKANTA MAJUMDAR

মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বার্তা প্রচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন সুকান্ত ।

Sukanta majumdar
বিজ্ঞাপন ও অভিযোগ পত্র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 7:54 PM IST

Updated : Jan 6, 2025, 8:28 PM IST

বালুরঘাট, 6 জানুয়ারি: কোনও রকম সুদ ছাড়াই মিলবে মোটা অঙ্কের ঋণ ! সোশাল মিডিয়ায় এই ধরনের বিজ্ঞাপন নতুন নয় । তবে এবার সেখানে দেখা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ছবি। আর তা নিয়েই আপত্তি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন তিনি।

বিজেপির রাজ্য সভাপতির দাবি, তাঁকে না জানিয়েই এমন বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এমতাবস্থায় মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বার্তা প্রচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন মোদি মন্ত্রিসভার এই সদস্য।

সুকান্ত মজুমদারের বক্তব্য (ইটিভি ভারত)

দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকে লেখা চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী কোন সংস্থার তরফে ওই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই তথ্য সবিস্তারে তুলে ধরেন। পাশাপাশি এমন বিজ্ঞাপন যে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে সে কথাও জানান। যাঁরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন সুকান্ত। একইসঙ্গে পুলিশ যাতে অবিলম্বে ওই বিজ্ঞাপন থেকে তাঁর ছবি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে সেই দাবিও করেছেন।

সোশাল মিডিয়ার বিজ্ঞাপন (ইটিভি ভারত)

পরে একটি ভিডিয়ো বার্তায় গোটা বিষয়টি তুলে ধরেন তিনি। সুকান্ত বলেন, "সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি অবৈধ ভাবে একটি অ্যাপে আমার ছবি ব্যবহার করে একটি প্রকল্পের মাধ্যমে ঋণ দেওয়া হচ্ছে। আমি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছি। আমি দেখেছি ওই অ্যাপ গুলিতে শুধু আমার নয় দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছবিও ব্যবহার করা হয়েছে। আশা করি জেলা পুলিশ ও রাজ্য পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।"

Last Updated : Jan 6, 2025, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details