পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় নাবালিকা ধর্ষণ-কাণ্ডে গ্রেফতার কাকা, জেরায় স্বীকারোক্তি - tribal minor girl

Malda Minor Rape and Murder Case: মালদায় ধর্ষণের পর ইট দিয়ে মাথা থেঁতলে নাবালিকাকে খুনের ঘটনায় গ্রেফতার মৃতের এক কাকা ৷ মদ্যপ অবস্থায় অভিযুক্ত এই কাজ করেছে বলে পুলিশের জেরার স্বীকার করেছে ৷ ধৃতকে আদালতে পেশ করেছে মালদা থানার পুলিশ ৷

Malda Minor Rape case
আদিবাসী নাবালিকাকে ধর্ষণ

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 5:25 PM IST

নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত কাকা

মালদা, 27 ফেব্রুয়ারি: কখনও দাদা, কখনও কাকা ৷ এর আগে মালদা শহরে 11 বছরের কিশোরী খুনের ঘটনায় তার জ্যেঠতুতো দাদাকে গ্রেফতার করেছিল ইংরেজবাজার থানার পুলিশ ৷ এবার পুরাতন মালদায় 13 বছর বয়সি আদিবাসী নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ে গ্রেফতার করা হল ওই কিশোরীরই এক কাকাকে ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত কাকা পুলিশি জেরায় তার কৃতকর্মের কথা স্বীকার করে নিয়েছে ৷ প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুন ও 201 ধারায় প্রমাণ লোপাটের চেষ্টার মামলা রুজু করা হয়েছে ৷ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করেছে মালদা থানার পুলিশ ৷

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধেয় গ্রামের বাঁধনা পরবের নাচের আসর থেকে হঠাৎ উধাও হয়ে যায় নবম শ্রেণির ওই নাবালিকা ৷ পরদিন সন্ধেয় গ্রামের পাশেই একটি পরিত্যক্ত ইটভাটা থেকে তার দেহ উদ্ধার হয় ৷ ইট দিয়ে মাথা থেঁতলে তাকে খুন করা হয়েছিল ৷ প্রায় বিবস্ত্র দেহ এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন দেখে গ্রামবাসীদের সঙ্গে অভিভাবকরাও জানিয়ে দেন, খুনের আগে ওই নাবালিকার সঙ্গে যৌন নির্যাতন চালানো হয়েছে ৷ লোকসভা ভোটের আগে ঘটনাটি রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে ৷ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয় বিরোধী শিবির ৷ অপরাধীদের দ্রুত গ্রেফতার না করা হলে বড়সড় আন্দোলনের হুমকি দেয় আদিবাসী সেঙ্গেল অভিযানের মতো সংগঠনও ৷ শেষ পর্যন্ত বিভিন্ন সূত্র ধরে সোমবার রাতে নিহত নাবালিকার গ্রাম থেকেই গ্রেফতার করা হয় তার এক কাকাকে ৷ ধৃতের বয়স 21 বছর ৷

পুলিশি জেরায় ধৃত জানায়, বাঁধনা পরবের তৃতীয় দিন আদিবাসী সমাজে খানাপিনার সঙ্গে নাচ-গানের আসর হয়ে থাকে ৷ বৃহস্পতিবার সে সকাল থেকে বিকেল পর্যন্ত মদ্যপান করে নাচের আসরে যায় ৷ সেখানেই নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিল তার ভাইঝি ৷ তখনই ভাইঝিকে ঘুরতে যাওয়ার টোপ দিয়ে নাচের আসর থেকে তাকে বের করে আনে ৷ তাকে নিয়ে যায় পরিত্যক্ত ওই ইটভাটায় ৷ সেখানে তার সঙ্গে যৌন নির্যাতন চালায় সে ৷ ভাইঝি তাকে হুমকি দেয়, সে সবাইকে ঘটনার কথা বলে দেবে ৷ তখনই নেশার ঝোঁকে মাথায় একের পর এক ইটের আঘাত করে ভাইঝিকে খুন করে কাকা ৷ হুঁশ ফিরলে সে সেখান থেকে পালিয়ে যায় ৷

এই ঘটনার তদন্তে প্রথমে অন্ধকারেই আলো খুঁজতে হয়েছে পুলিশকে ৷ ওই গ্রামের কোথাও কোনও সিসিটিভি ক্যামেরা নেই ৷ ইটভাটা এক বছর ধরে বন্ধ থাকায় সেখানে মানুষজনের যাতায়াত নেই ৷ তাই জেরাকেই অস্ত্র করে পুলিশি তদন্ত শুরু হয় ৷ বিভিন্ন সূত্র ধরে অবশেষে সোমবার রাতে ওই যুবককে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয় ৷ আটক করা হয় গ্রামের আরও এক যুবককে ৷ যদিও জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ মালদা থানার পুলিশের অনুমান, এই ঘটনায় ধৃতের সঙ্গে আরও এক বা একাধিক ব্যক্তির জড়িত থাকতে পারে ৷ যুবককে আরও জেরা করা প্রয়োজন ৷ সেকারণেই আদালতে তার সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ৷

এ দিকে এই ঘটনায় অপরাধীদের সবাইকে গ্রেফতারের দাবিতে এ দিন মালদা থানায় বিক্ষোভ দেখায় আদিবাসী ভারত মহাসভা ৷ পরে নিজেদের দাবিপত্র থানার আইসির হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা ৷ এ নিয়ে সংগঠনের মালদা জেলা সম্পাদক সাজলা মুর্মু বলেন, "খুনের আগে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল ৷ ফলে এই ঘটনায় একাধিক দুষ্কৃতী জড়িত ৷ তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে ৷ এদের আমরা ফাঁসি চাই ৷ আজ আমরা থানার সামনে সেই দাবি জানাচ্ছি ৷"

আরও পড়ুন:

  1. মালদায় দু'টি পৃথক ঘটনায় নাবালিকা ও যুবতীকে ধর্ষণ করে খুন ! মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সাংসদের
  2. মালদায় আদিবাসী নাবালিকার দেহ উদ্ধার, ধর্ষণের পর খুনের অভিযোগ
  3. মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details