কোচবিহার, 24 এপ্রিল: "ভয় দেখিয়ে আমাকে আটকানো যাবে না ৷" কেএলও-র হুনকি চিঠি প্রসঙ্গে এমনই মত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর ৷ আগামী 10 দিনের মধ্যে 5 কোটি টাকার দাবি জানিয়ে বুধবার সকালে একটি হুমকি চিঠি আসে উদয়নের কাছে ৷ সেই চিঠির প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, "সকালবেলায় হোয়াটসঅ্যাপে একটি চিঠি পেয়েছি ৷ খুব ভদ্রভাবেই 5 কোটি টাকা চাওয়া হয়েছে ৷ তাঁদের স্বাধীনতা সংগঠনের কাজের জন্য 10 দিনের মধ্যে সেই টাকা দেওয়ার কথা বলা হয়েছে ৷ ইতিমধ্যেই বিষয়টি কোচবিহারের এসপি-কে জানিয়েছি ৷ দিনহাটার আইসি-কেও জানাব ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখবেন তাঁরা ৷" এরপরই তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করেন ৷ তিনি বলেন, "কেএলও-র লেটার প্যাডে চিঠিটা লেখা হয়েছে ঠিকই ৷ কিন্তু এই ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রও থাকতে পারে ৷ নির্বাচনী প্রচারের জন্য আমি ঘুরে বেড়াচ্ছি ৷ তাই হয়তো ভয় দেখিয়ে আমাকে বাধা দিতে চাইছে ৷ কিন্তু এতে কোনও কাজ হবে না ৷"
বুধবার সকালে একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) লেটার হেডে ওই হুমকি চিঠি আসে উদয়নের কাছে ৷ ইংরেজিতে সেখানে লেখা, 1993 সাল থেকে তাঁরা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন । তাঁদের এই লড়াইয়ে সহযোগিতা করার জন্য আগামী 10 দিনের মধ্যে 5 কোটি টাকা দিতে হবে উদয়নকে ৷ চিঠি হাতে পেতেই পুলিশে অভিযোগ জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ৷ তদন্ত শুরু হয়েছে৷