পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফাঁসিদেওয়ায় বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশী গরুপাচারকারী - Cattle Smuggling - CATTLE SMUGGLING

Cattle Smuggling: বুধবার ভোরে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায় বিএসএফের গুলিতে দু’জনের মৃত্য়ু হয়েছে ৷ বিএসএফের দাবি, নিহত দু’জন বাংলাদেশ থেকে গরুপাচার করতে ভারতে ঢুকেছিল ৷ মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি ৷

Cattle Smuggling
ফাঁসিদেওয়া থানা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 12:29 PM IST

Updated : May 8, 2024, 5:20 PM IST

দার্জিলিং, 8 মে: বিএসএফের গুলিতে মৃত্যু হল দু’জনের৷ বিএসএফের দাবি, নিহত দুজনেই বাংলাদেশী গরুপাচারকারী । বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায় । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পাচারকারীর নাম বা পরিচয় এখনও জানা যায়নি । তবে ইন্দো-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা বলে প্রাথমিক অনুমান আধিকারিকদের ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোররাতে বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে কয়েকজন গরুপাচারকারী ভারতে ঢুকে পড়ে । তারা কাঁটাতার কেটে গরুপাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ । সেই সময় সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানরা পাচারকারীদের দেখে ফেলে । বিএসএফের তরফে পাচারকারীদের দাঁড়াতে বলা হলে কয়েকজন পালাতে শুরু করে । আর বেশ কয়েকজন কাঁটাতার পার করার চেষ্টা করে । সেই সময় বিএসএফ জওয়ানরা গুলি চালায় । বিএসএফের গুলিতে মৃত্যু হয় দুই পাচারকারীর ।

সকালে গুলিতে মৃত্যুর খবরটি আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা দেখতে ভিড় জমান । পরে বিএসএফের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ । ফাঁসিদেওয়া থানার পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ।

স্থানীয় বাসিন্দা সুকুমার রায় বলেন, "আমাদের গ্রাম দিয়ে গরুপাচার হয় না । বাইরে থেকে এসে অনেকসময় গরুপাচারের চেষ্টা করা হয় । তবে সেটা বিএসএফ ও পুলিশ দেখে । ভোরেও গরুপাচারকারীরা ঢুকেছিল । সকালে জানতে পারি বিএসএফের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে । তবে তারা আমাদের গ্রামের না ।"

বিএসএফের ডিআইজি ( জেনারেল) অমিত কুমার ত্যাগী বলেন, "ঘটনার পর বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয়েছে । গরুপাচার করার লক্ষ্যেই বেশ কয়েকজন পাচারকারী ভারতে ঢুকছিল । আমাদের জওয়ানরা তাদের আটকায় । তারা না শুনলে গুলিতে দুজনের মৃত্যু হয় । নাম ও পরিচয় জানা যায়নি । সব খতিয়ে দেখা হচ্ছে ।"

তবে সূত্র মারফত, মৃত গরু পাচারকারীদের পরিচয় জানা গিয়েছে । বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার মাগুরা গ্রামের বাসিন্দা জলিল ও ইয়াসিন আলি । তবে যেহেতু সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে । তাই ফাঁসিদেওয়া থানায় ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়েছে । ইতিমধ্যেই ফাঁসিদেওয়া ব্লকের বিডিও বিপ্লব বিশ্বাস এসে পৌঁছেছেন । তিনি মৃতদেহ দু’টি কোথায় কোথায় গুলি লেগেছে । এবং কী অবস্থা রয়েছে পুরো রিপোর্ট জমা দেবেন ৷

আরও পড়ুন:

  1. বিহার থেকে ভলভো বাসে অভিনব কায়দায় গরুপাচারের অভিযোগ, উদ্ধার 22টি গবাদি পশু
  2. বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দু’টি কন্টেনারে শতাধিক গরু উদ্ধার, পাচারের অভিযোগে আটক 6
  3. মেখলিগঞ্জে বিএসএফের গুলিতে মৃত যুবক, দায় এড়াল কেন্দ্রীয় বাহিনী
Last Updated : May 8, 2024, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details