জয়দেব, 15 জানুয়ারি: মকর সংক্রান্তি উপলক্ষে দেশজুড়ে পুণ্যস্নানের আয়োজন ছিল মঙ্গলবার ভোর থেকেই। জয়দেবের মেলাতেও প্রতিবারের মতো এবারও মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। সেখানেই এদিন সন্ধ্যায় স্নানে নেমে তলিয়ে গেল দুই নাবালক। রাত পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। তলিয়ে যাওয়া দুই নাবালকের নাম রাহুল রাই (15), শুভম মণ্ডল (17)।
জানা গিয়েছে, দু'জনেই দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকা থেকে চার বন্ধু মিলে কাঁকসার শিবপুরের অজয় নদে পুণ্যস্নানের জন্য আসে। তাদের মধ্যে এই দু'জন জলে নামে। সাঁতার না-জানায় অজয়ের জয়ে তলিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ।