পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ্মীপুজোর সকালে বাইক-গাড়িকে ধাক্কা লরির; মৃত 2, আহত 8

পূর্বস্থলী 2 নম্বর ব্লকে বাইক ও গাড়িতে ধাক্কা নিয়ন্ত্রণহীন ট্রাকের ৷ ঘটনায় ট্রাকে থাকা 2 জনের মৃত্যু হয়েছে ৷ গাড়ি ও বাইকের আরোহীরা আহত ৷

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

ROAD ACCIDENT IN PURBA BARDHAMAN
লক্ষ্মীপুজোর সকালে পূর্বস্থলীতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ (নিজস্ব চিত্র)

পূর্বস্থলী, 16 অক্টোবর: লক্ষ্মী পুজোর সকালে বাইক ও চারচাকা গাড়িকে পিছন থেকে ধাক্কা একটি ট্রাকের ৷ ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন মোট 8 জন ৷ বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-2 ব্লকের কালেখাঁতলা-1 পঞ্চায়েতের চাঁপাতলা এলাকায় ৷ মৃতদের পরিচয় জানা যায়নি ৷ আহতদের উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী হাসপাতাল ও পরে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন একটা চারচাকা গাড়িতে চড়ে পাঁচ যুবক সিউড়ি থেকে নদিয়ার শান্তিপুরে ফিরছিলেন ৷ ওই গাড়ির পিছনে একটি বাইক ও ট্রাক আসছিল ৷ ট্রাকে সিমেন্ট বোঝাই করা ছিল ৷ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে বাইকে ও পরে চারচাকা গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে ৷ বাইকটি একটি বাড়ির উঠোনে ঢুকে যায় ৷ আর চারচাকা গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়ি সংলগ্ন ইলেকট্রিক পোলে ধাক্কা মারে ৷ আর ট্রাকটিও উলটোদিকে থাকা তাল গাছে ধাক্কা মেরে থেমে যায় ৷

বাইক ও গাড়িতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতর ঢুকে গিয়েছে ট্রাক ৷ (নিজস্ব চিত্র)

এই ঘটনায় ট্রাকে থাকা দু’জনের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, বাইকটিতে মোট তিনজন সওয়ার ছিলেন ৷ তাঁরা সকলেই আহত হয়েছেন ৷ পাশাপাশি, চারচাকা গাড়িতে থাকা 5 যুবক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

গাড়িতে সওয়ার আহত প্রসেনজিৎ সরকার বলেন, "আমরা একটা অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলাম ৷ সিউড়িতে আমাদের অনুষ্ঠান ছিল ৷ শান্তিপুরে আমাদের বাড়ি ৷ মারুতি ভ্যানে পাঁচজন ছিলাম ৷ পিছন দিক থেকে একটা লরি আসছিল ৷ হঠাৎ লরিটা পিছন দিক থেকে ধাক্কা মারে ও পাশে চলে আসে ৷ তখনই আমাদের গাড়ির চালক পাশ কাটিয়ে এগনোর চেষ্টা করেন ৷ কিন্তু, নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটা বাড়ি সংলগ্ন ইলেকট্রিক পোলে ধাক্কা মারে ৷ আমাদের তিনজনেরই চোট লেগেছে ৷"

স্থানীয় বাসিন্দা গণেশ মাহাতো বলেন, "আমরা রাস্তার পাশে বসেছিলাম ৷ হঠাৎ একটা বোমা ফাটার মতো আওয়াজ শুনতে পাই ৷ এগিয়ে এসে দেখি রাস্তার পাশে একটা বাড়ির উঠোনে একটা মারুতি গাড়ি ঢুকে গিয়েছে ৷ পিছনে একটা মোটর সাইকেল পড়ে আছে ৷ আর কিছুটা দূরে একটা লরি তালগাছে ধাক্কা মেরে গর্তে ঢুকে গিয়েছে ৷ লরিতে থাকা দু’জন ঘটনাস্থলেই মারা যায় ৷ আমরাই পুলিশকে খবর দিই ৷ তারপর সবাইকে উদ্ধার করা হয় ৷ গ্যাস কাটার দিয়ে কেটে লরি থেকে দু’জনকে বের করে পুলিশ ৷"

স্থানীয় বাসিন্দা শেফালি দাস বলেন, "সকালের দিকে টায়ার ফেটে যাওয়ার মতো শব্দ হয় ৷ বাইরে বেরিয়ে দেখি একটা সিমেন্ট বোঝাই লরি বাড়ির দিকে গড়িয়ে আসছে ৷ আমরা ভয়ে সরে যাই ৷ লরিটা তালগাছে ধাক্কা মারে ৷ পরে পাশে একটা গর্তে ঢুকে আটকে যায় ৷ দেখি ড্রাইভারের মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে ৷ পুলিশ এসে তাঁদের বের করে ৷"

ABOUT THE AUTHOR

...view details