বর্ধমান, 4 জুন:বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বড় অঙ্কের ব্যবধানে জয়লাভের পথে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷ নির্বাচন কমিশনের তথ্য তেমনই আভাস দিচ্ছে ৷ প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার জয়ের দোড়গড়ায় পৌঁছতেই বিজয়োল্লাসে মাতলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ৷ বর্ধমানের ইউনিভার্সিটি ইন্সটিটিউট অফ টেকনোলজির ভিতরে চলছে ভোট গণনা ৷ বাইরে চলছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিজয় উৎসব । সবুজ আবির উড়িয়ে জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে দেখা যাচ্ছে তাঁদের ।
মঙ্গলবার 4 রাউন্ড গণনা শেষ হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো । দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে সামান্য ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস, দুর্গাপুর পূর্ব কেন্দ্রে অবশ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ লিড পান । গলসিতেও তৃণমূল কংগ্রেস সামান্য ভোটে পিছিয়ে পড়ে । মন্তেশ্বর, ভাতার, বর্ধমান উত্তর ও দক্ষিণ, এই চারটি বিধানসভা কেন্দ্রেই কাঙ্খিত জয় পেতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ । জয় প্রায় নিশ্চিত হতেও বর্ধমানের দিকে দিকে বাজি ফাটাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । রাস্তার উপরে নৃত্যরতকর্মীরা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন । তবে অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন ৷ প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ৷ পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন থাকতে দেখা গিয়েছে ।