বারাসত, 7 জানুয়ারি: তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি ! পুরসভার লোকজন নিয়ে এসে বিজেপি নেতার দোকান ভেঙে গুঁড়িয়ে দিলেন শাসকদলের নেত্রী । এমনই অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসত ।
মহিলা কাউন্সিলরের 'দাদাগিরি'র অভিযোগ নিয়ে ইতিমধ্যে ওই বিজেপি নেতা ও তাঁর পরিবার দ্বারস্থ হয়েছেন পুরসভার চেয়ারম্যানের । বিজেপির জেলা নেতৃত্বও এই ঘটনার নিন্দা করে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে সরব হয়েছে । হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনে নামারও ।
দোকান ভাঙার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে (ইটিভি ভারত) যদিও 'দাদাগিরি'র অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য । প্রশাসনের নির্দেশ মেনে তিনি সাধারণ মানুষের স্বার্থেই ওই দোকানের সামনের অংশ খুলে দিয়েছেন বলে দাবি করেছেন ।
বারাসত পুরসভার 11 নম্বর ওয়ার্ডে বাড়ি বিজেপি নেতা অরূপ সেনের । তিনি বিজেপির জেলা কমিটিতে রয়েছেন । সেই সঙ্গে দলের হাবড়া বিধানসভার কো-কনভেনার পদের দায়িত্বও তাঁর কাঁধে । তবে, তাঁর ওই দোকান (রেস্তরাঁ) ন'পাড়া কালীবাড়ি সংলগ্ন 12 নম্বর (পুরনো 34 নম্বর) জাতীয় সড়কের পাশে ৷ সেটি আবার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত । যার কাউন্সিলর তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য ।
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি) দীর্ঘদিন ধরেই সেখানে ব্যবসা করে আসছেন ওই বিজেপি নেতা । তার আশপাশে আরও দোকান রয়েছে । অথচ, মঙ্গলবার সেসব দোকান না ভেঙে বেছে বেছে তাঁর দোকানটিকেই টার্গেট করা হয়েছে বলে দাবি বিজেপি নেতার । অভিযোগ, ভাঙার আগে তাঁকে কোনও নোটিশ কিংবা তাঁর সঙ্গে কোনোরকম আলোচনা কাউন্সিলর করেননি । যার জেরে বিতর্ক তৈরি হয়েছে ।
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি) প্রশ্ন উঠেছে, প্রশাসনের নির্দেশ যদি থেকেই থাকে তাহলে বেছে বেছে কেন একটি মাত্র দোকানই ভাঙা হল ? মানুষের স্বার্থে যদি দোকান ভেঙে দিতেই হয়, তাহলে তো সমস্ত দোকান ঘরই একসঙ্গে ভাঙা হবে ? কেনই বা আশপাশের কোনও দোকানের গায়ে আঁচড় লাগল না ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে রাজনীতির অন্দরে । যদিও, কাউন্সিলরের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । রাজনীতি জড়িয়ে দেওয়া হচ্ছে ।
এদিকে, দাবি, পাল্টা দাবি ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে জেলার সদর শহর বারাসতে । এই বিষয়ে বিজেপি নেতা অরূপ সেন বলেন, "দীর্ঘদিন ধরেই আমার দোকানের উপর নজর ছিল তৃণমূলের ওই কাউন্সিলরের । উনি চেষ্টা করছিলেন কীভাবে আমার দোকানটি উঠিয়ে সেখানে একটি শাসকদলের পার্টি অফিস করা যায় । বারবার ডেকে আমাকে হেনস্তাও করছিলেন । শুধুমাত্র বিজেপি করার অপরাধেই দোকানটি ভেঙে দেওয়া হল । এছাড়া আর কোনও কারণ নেই ।"
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি) বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র দলীয় নেতার পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন শাসকদলকে । তিনি বলেন, "তৃণমূলের ওই কাউন্সিলর যদি ভেবে থাকে, হুমকি এবং চাপ সৃষ্টি করে বিজেপিকে দমিয়ে দেওয়া যাবে, সেটা উনি ভুল ভাবছেন । আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের কোনও নেতা-কর্মীর পেটে যদি লাথি মারা হয় সেটা আমরা বরদাস্ত করব না । এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব আমরা ।"
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি) অন্যদিকে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য বলেন, "উনি কোন দলের রাজনীতি করেন, সেটা আমার জানা নেই । তবে, এটুকু বলব ওঁর দোকানটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে । সামনের অংশটিও হেলে গিয়েছিল । এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রী এবং মানুষের চলাচলের ক্ষেত্রে বিপদ বাড়ছিল । সেই কারণেই দোকানের সামনের অংশ খুলে ফেলা হয়েছে । ভাঙচুরের অভিযোগ সঠিক নয় । অযথা এনিয়ে রাজনীতি করা হচ্ছে ।"