পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোদির সভার আগে বিজেপির হোর্ডিং ছেঁড়ার অভিযোগ সাঁকরাইলে, কাঠগড়ায় তৃণমূল - Lok Sabha Election 2024

PM Narendra Modi Meeting: হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে সাঁকরাইলে ৷ তাঁর এই সভার আগে বিজেপির হোর্ডিং ছেঁড়া ও পতাকা সরানোর অভিযোগ উঠল এলাকায় ৷ বিজেপি এর জন্য তৃণমূলকেই দায়ী করেছে ৷

Lok Sabha Election 2024
হাওড়ার সাঁকরাইলে ছেঁড়া হয়েছে বিজেপির হোর্ডিং (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 1:48 PM IST

তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হোর্ডিং ছেঁড়ার অভিযোগ সাঁকরাইলে (ইটিভি ভারত)

হাওড়া, 12 মে:বিজেপির ব্যানার ও হোর্ডিং ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ রবিবার হাওড়ার সাঁকরাইল ব্লকে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই সভার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়ে শনিবার রাতে রাস্তায় ব্যানার ও হোর্ডিং টাঙিয়েছিল হাওড়া সদর বিজেপি ৷ হাওড়া সদর কেন্দ্রে ভোট পঞ্চম দফায় 20 মে ৷ প্রধানমন্ত্রীর সভার আগে রবিবার সকালে ছেঁড়া অবস্থাতে দেখা গেল বিজেপির হোর্ডিং ও ব্যানার ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, শাসকদলের লোকেরাই রাতের অন্ধকারে এই হোর্ডিং, ব্যানার ছিঁড়েছে । যদিও এই ঘটনায় তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে থানার দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির ৷

বিজেপি সূত্রে খবর, রবিবার হাওড়ার সাঁকরাইল বিড়লার মাঠে প্রধানমন্ত্রী জনসভা করবেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে । এই জনসভাকে ঘিরে আন্দুল রোডের পাশে বকুলতলা থেকে সভাস্থল পর্যন্ত যাওয়া রাস্তায় ব্যানার ও হোর্ডিং টাঙানো হয়েছিল । পাশাপাশি নাজিরগঞ্জ এলাকার রাস্তার কাছেও বেশ কিছু ব্যানার লাগানো হয়েছিল ৷ সকালে দুই এলাকায় লাগানো ব্যানার ও হোর্ডিংগুলি ছেঁড়া অবস্থায় দেখা যায় ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে হোর্ডিং (নিজস্ব ছবি)

এই ঘটনা নিয়ে বিজেপি নেতা অলোক দুবে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি হাওড়ায় আসবেন, তাঁ জনসভা রয়েছে ৷ সেই উপলক্ষে হাওড়া সদরের বিভিন্ন জায়গায় ব্যানার ও হোর্ডিং লাগানো হয়েছিল গতকাল রাতে ৷ আজ সকালে রাস্তাজুড়ে থাকা প্রধানমন্ত্রীর ব্যানারগুলি কে বা কারা ছিঁড়ে দিয়েছে ৷ আমাদের মনে হচ্ছে এটা শাসকদলের লোকেদেরই কাজ ৷ আমরা স্থানীয় সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ জানিয়েছি । তবে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷"

রাস্তায় লাগানো ব্যানার ছেঁড়ার অভিযোগ (নিজস্ব ছবি)

এছাড়াও গেরুয়া শিবিরের দাবি, প্রধানমন্ত্রীর সভার আগে এভাবে হোর্ডিং ও ব্যানার ছিঁড়ে, টাঙানো পতাকা খুলে দিয়ে শাসকদল বোঝাতে চাইছে এখানে বিজেপির কোনও অস্তিত্ত্ব নেই । বিজেপি নেতা বিশ্বদেব পাল বলেন, "মোদিজি যাতে ভাবেন হাওড়ার বিজেপির অস্তিত্ব নেই ৷ তাই হোর্ডিং ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে ৷ বিজেপির অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য তৃণমূলের তরফে কুপ্রচেষ্টা করা হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. কলকাতায় পৌঁছলেন মোদি, রবিবার টানা নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রীর
  2. অন্ডালে অমিত শাহকে অভ্যর্থনা কয়লা মাফিয়ার ! তৃণমূলের পোষ্ট ঘিরে তুলকালাম
  3. প্রচারের শেষলগ্নে রানাঘাটে বিজেপির বড় চমক, গেরুয়া শিবিরে যোগ তৃণমূল প্রার্থী স্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details