বোলপুর, 15 সেপ্টেম্বর: নিম্নচাপের জেরে রাতভর ঝোড়ো হাওয়া, আর তার সঙ্গে নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত বোলপুর-শান্তিনিকেতন ৷ ভেঙে পড়ল একাধিক গাছ । প্রান্তিক রেল স্টেশন সংলগ্ন গাছে বিদ্যুতের তার থেকে আগুন লেগে যায় ৷
এদিকে, শনি ও রবিবার দিনভর বৃষ্টিতে ফুঁসছে কোপাই, অজয়, ময়ূরাক্ষী, দ্বারকা নদী ৷ শনিবার রাত থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন একাধিক এলাকায় ৷ আরও বৃষ্টি হলে কোপাই নদীতে ফের প্লাবনের আশঙ্কা রয়েছে । অজয় নদে জয়দেবের কাছে ফেরিঘাট ভেঙে গিয়েছে । বন্ধ বীরভূম-পশ্চিম বর্ধমানের পারাপার ।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে ৷ শনিবার রাতভর ঝোড়ো হাওয়ার সঙ্গে বীরভূম জেলায় চলে নাগাড়ে বৃষ্টি । ফলে বোলপুর-শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় একাধিক গাছ উপড়ে পড়ে রাস্তার উপর ৷ শান্তিনিকেতনের রাস্তা-সহ বল্লভপুরের কাছে বোলপুর-সিউড়ি যাওয়ার রাস্তা, প্রান্তিক প্রভৃতি এলাকায় বড় গাছ উপড়ে চলাচল বন্ধ হয়ে যায় ৷ সকাল থেকেই গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চলছে ৷ এছাড়াও, প্রান্তিক রেল স্টেশন সংলগ্ন এলাকায় শর্ট সার্কিট থেকে গাছে আগুন লেগে যায় ৷ রাত থেকেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ।