পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গোপসাগরে 13 জন মৎস্যজীবী-সহ নিখোঁজ রায়দিঘির ট্রলার - Trawler Missing in Bay of Bengal

Trawler Missing in Bay of Bengal: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবী-সহ নিখোঁজ হল রায়দিঘির একটি ট্রলার ৷ 15 জুন রায়দিঘি থেকে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়েছিল এফবি মাতৃ আশিস নামে ওই ট্রলারটি ৷ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

ETV BHARAT
বঙ্গোপসাগরে 13 জন মৎস্যজীবী-সহ নিখোঁজ রায়দিঘির ট্রলার ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 6:43 PM IST

রায়দিঘি, 21 জুন: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হল রায়দিঘির একটি ট্রলার ৷ মোট 13 জন মৎস্যজীবী রয়েছেন ওই ট্রলারে ৷ জানা গিয়েছে, রায়দিঘির এফবি মাতৃ আশিস নামে ট্রলারে গত 15 জুন তেরোজন মৎস্য়জীবী বঙ্গোপসাগরে পাড়ি দেয় ইলিশের সন্ধানে ৷ ওইদিনই বঙ্গোপসাগরে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে যায় ৷ তার পরেই ইলিশ ধরতে মাঝ সমুদ্রে পাড়ি দিয়ে নিখোঁজ হল ট্রলারটি ৷ উপকূলরক্ষী বাহিনীকে খবর দেওয়া হয়েছে ৷ বাহিনীর তরফে ট্রলারটির খোঁজ শুরু হয়েছে ৷

বঙ্গোপসাগরে 13 জন মৎস্যজীবী-সহ নিখোঁজ রায়দিঘির ট্রলার (ইটিভি ভারত)

জানা গিয়েছে, গত সোমবার থেকে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মৎস্য দফতরের ৷ ট্রলারটি মাঝ সমুদ্রে ডুবে গিয়েছে, নাকি কোনও নির্জন দ্বীপে আটকে পড়েছে ? তা জানার চেষ্টা করছে মৎস্য দফতর ৷ ইতিমধ্যে মৎস্যজীবী-সহ ট্রলারটির খোঁজ শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী ৷

উল্লেখ্য, গত 15 জুন যেসব ট্রলার রায়দিঘি থেকে রওনা দিয়েছিল, সেগুলির অধিকাংশ ফিরে এসেছে ৷ আর বাকিদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে ৷ এমনকী সমুদ্রে থাকা অন্যান্য ট্রলারগুলিকেও সতর্ক করা হয়েছে ৷ এফবি মাতৃ আশিস ট্রলার বা তাতে থাকা মৎস্যজীবীদের খোঁজ পেলে দ্রুত, তা মৎস্য দফতরকে জানাতে বলা হয়েছে ৷

ট্রলারে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা নিখোঁজের খবরে চিন্তায় পড়ে গিয়েছেন ৷ এনিয়ে রায়দিঘি ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক হালদার বলেন, "গত 15 জুন রায়দিঘি থেকে 13 জন মৎস্যজীবী গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছিল এফবি মাতৃ আশিস নামে একটি ট্রলারে ৷ কিন্তু, গত সোমবার থেকে সেই ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মৎস্য দফতরের ৷ বঙ্গোপসাগরে 13 জন মৎস্যজীবী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে ওই ট্রলারটি ৷"

উল্লেখ্য, গভীর সমুদ্র থেকে ইলিশ ধরে ফেরার সময় বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে হোস পাইপ ফেটে একটি ট্রলার ডুবে যায় ৷ যদিও, ট্রলারে থাকা 18 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করে আশেপাশের ট্রলারগুলি ৷ জানা গিয়েছে, কাকদ্বীপ থেকে এফবি রাজনারায়ণ ট্রলার গত 16 জুন বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়েছিল ৷ মাছ ধরে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে ৷ মৎস্যজীবীদের বাঁচানো গেলেও, মাছ-সহ ট্রলার ডুবে যায় সাগরে ৷ তবে, ডুবে যাওয়া ট্রলারটিকে তোলার জন্য কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি ট্রলার রওনা দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details