পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুঝতে হবে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের হাল, শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ কলকাতা পুরনিগমে - Teachers Training at KMC - TEACHERS TRAINING AT KMC

Teachers Training at KMC: অভিভাবকদের থেকেও ছাত্র-ছাত্রীদের মন ও শারীরিক সমস্যা দ্রুত বুঝতে পারেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ৷ কারণ তাঁরাই বেশি সময় কাটান ওদের সঙ্গে ৷ সেই বিষয়টি বিবেচনা করেই এবার শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দিতে শুরু করল কলকাতা পুরনিগম ৷

Kolkata Municipal Corporation
পুরনিগমে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের মুহূর্ত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 3:38 PM IST

Updated : Aug 27, 2024, 4:37 PM IST

কলকাতা, 27 অগস্ট: স্কুল পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উপর নজর দিতে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দিতে শুরু করল কলকাতা পুরনিগম ৷ ছাত্র-ছাত্রীদের মনোবিকাশ, স্বাস্থ্যবিধি ও মানসিক সমস্যা-সহ এমন নানা বিষয়ের সম্মুখীন হতে হয় । সেই সমস্যা অনেক ক্ষেত্রেই অভিভাবকদের নজরে আসতে দেরি হয়ে যায় । ফলে অনেকেই নানা রোগে আক্রান্ত হয় । শরীর খারাপের শিকার হয় । এবার সেই সমস্যার খোঁজ করতে পড়ুয়াদের সঙ্গে নিয়মিত দীর্ঘসময় যারা থাকেন সেই সমস্ত শিক্ষক, শিক্ষিকাকে প্রশিক্ষণ দিতে শুরু করল কলকাতা কর্পোরেশন ।

কলকাতা পুরনিগমে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ (ইটিভি ভারত)

অনেক ক্ষেত্রেই দেখা যায় পড়ুয়ারা আচমকাই স্কুল আসা বন্ধ করে দিয়েছে । খোঁজ নিয়ে জানা যায় কেউ পেটের সমস্যায়, কেউ আবার চর্মরোগে ভুগছে । অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে অস্বাভাবিক আচরণ ও কর্মকাণ্ড লক্ষ্য করা যায় । এবার এই সমস্ত ক্ষেত্রে আগে থেকেই প্রতিরোধ বা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পথে হাঁটার জন্যই এই প্রশিক্ষণ ।

এই বিষয়ে কলকাতা কর্পোরেশন আধিকারিক শুদ্ধচিত্ত চক্রবর্তী জানান, রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে কলকাতা কর্পোরেশন এই কাজ করছে । এখন থেকে সমস্ত জেলার স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ কীভাবে তাঁরা ছাত্রছাত্রীদের হাইজিন, মানসিক স্বাস্থ্য-সহ নানা রোগের হাত থেকে আগাম রক্ষা করতে পারেন । কারণ তাঁরাই পড়ুয়াদের সঙ্গে অনেকটা সময় কাটান রোজ । কীভাবে এই সমস্ত রোগের হাত থেকে দূরে রাখা যায় সেগুলি ছাত্রছাত্রীদের সতর্ক করবেন প্রশিক্ষিত শিক্ষক, শিক্ষিকারা । পড়ুয়ারা রক্তাল্পতা, কৃমি ও পেট খারাপে ভুগলে কী করতে হবে ৷ মানসিক বিকাশ ও স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে কী কী করণীয় । যদি কোনও ছাত্রছাত্রীর মধ্যে মানসিক অসংলগ্নতা লক্ষ্য করা যায় তাহলে শুরুতেই কী করতে হবে । এই সবটাই প্রশিক্ষণ দেওয়া হবে । এই প্রশিক্ষণ দেবেন কলকাতা কর্পোরেশনের চিকিৎসকরা ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, এই কর্মসূচি শুরু হবে দক্ষিণ 24 পরগনা জেলার স্কুলগুলিকে প্রশিক্ষণ দিয়ে । 50 জন করে শিক্ষক, শিক্ষিকাকে প্রশিক্ষণ করানো হবে । কলকাতা কর্পোরেশন শিক্ষা বিভাগের সঙ্গে এর পরবর্তী ধাপে শহরেরর পৌর প্রাথমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ করানো হবে । রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষকদের ধাপে ধাপে পৌর চিকিৎসকরা এই প্রশিক্ষণ দেবেন । এর ফলে শিশু, কিশোরদের একাধিক রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে বলেই মনে করছে স্কুল শিক্ষা দফতর থেকে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ।

Last Updated : Aug 27, 2024, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details