বর্ধমান, 4 জুন: বর্ধমান-দুর্গাপুর লোকসভার গণনাকেন্দ্র ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তখন প্রবেশ করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ আর ঠিক সেই সময়ই মাইকে ঘোষণা - 23 হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ । বিজেপি প্রার্থী গণনাকেন্দ্রে প্রবেশ করার পথেই এই ঘোষণা শুনে তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ উঠল জোর গলায় 'জয় বাংলা' স্লোগান । তবে এতে আদৌ ক্ষেপে না-গিয়ে, দিলীপ ঘোষ হাসিমুখে তৃণমূল কর্মীদেরের দিকে হাত নাড়লেন ।
এই নিয়েই অস্বস্তির পরিবেশ তৈরি হল গণনাকেন্দ্রের বাইরে । পরিস্থিতি যাতে অপ্রীতিকর না-হয়, সে জন্য তৎপর ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । এরপর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, "গণনা এখনও অনেক বাকি । দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের গণনা বাকি আছে । দেখুন শেষ পর্যন্ত কী হয় ?" অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়তে রাজি নন গেরুয়া শিবিরের প্রবীণ এই রাজনীতিক ৷