দিঘা, 21 জুন: রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দিঘা । বাঙালির প্রথম পছন্দের জায়গা। গরমের হাত থেকে স্বস্তি পেতে বহু মানুষ পাড়ি দিয়েছেন দিঘায়। শুক্রবারের দিঘা সমুদ্র সৈকত কার্যত জনপ্লাবনে মুখরিত। সতর্ক রয়েছে প্রশাসন। তীব্র তাপপ্রবাহের জ্বালা মিটিয়ে অবশেষে শান্তির বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে ৷ সমুদ্র সৈকত দিঘা উপকূলে বর্ষার আনন্দে মেতেছেন পর্যটকরা।
শুক্রবার জোয়ারের সময় গার্ড ওয়াল টপকে ঢেউ আছড়ে পড়ছে রাস্তার উপর। রাস্তার উপর পর্যটকরা সমুদ্রের জল উপভোগ করছেন। শনিবার ও রবিবার ছুটি রয়েছে। তাই ভ্রমণপিপাসুরা আর দেরি না-করে শুক্রবার সকাল থেকে হাজির হয়ে গিয়েছেন সমুদ্র সৈকত দিঘায়। উপকূলবর্তী সমুদ্র সৈকত দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরে গতকাল বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। তার সঙ্গে উত্তাল রয়েছে সমুদ্র।